চিনা মাঞ্জার মরণফাঁদ! স্ত্রী পুত্রকে নিয়ে মৃ্ত্যুর মুখ থেকে ফিরে এলেন মোটর সাইকেল চালক
- Published by:Aryama Das
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
চায়না মাঞ্জার কারনে দুর্ঘটনা বারবার ঘটে থাকে। এই মাঞ্জা ব্যবহারের বিরুদ্ধে অভিযানও চালায় প্রশাসন। কিন্তু তারপরেও তা বন্ধ করা যায়নি।
#নদিয়া: ঘুড়ির চায়না মাঞ্জা দেওয়া সুতোর কারণে মৃত্যুর কাছাকাছি পৌঁছে যেতে হল যুবককে। কোনও রকমে প্রাণ ফিরে পেয়েছেন যুবক। কালনার জিউধারা রেল গেটে এই ঘটনা ঘটেছে। চায়না মাঞ্জার কারনে দুর্ঘটনা বারবার ঘটে থাকে। এই মাঞ্জা ব্যবহারের বিরুদ্ধে অভিযানও চালায় প্রশাসন। কিন্তু তারপরেও তা বন্ধ করা যায়নি।
এই প্রাণ ফিরে পাওয়া যুবক পিন্টু ঘোষের বাড়ি নদিয়া জেলার রানাঘাট থানার বিদ্যানন্দনপুর গ্রামে। তিনি স্ত্রী এবং শিশুপুত্রকে নিয়ে মোটর সাইকেলে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন। তাঁর শ্বশুরবাড়ি নাদনঘাট থানার জাকর গ্রামে। এস টি কে কে সড়ক ধরে তাঁর গন্তব্যস্থল ছিল বলাগড়। তারপর ভাগীরথী নদী পার হয়ে বিদ্যানন্দনপুর। কিন্তু বাড়ি ফেরার আগেই কালনার জিউধারা রেলগেটে তাঁর জন্য অপেক্ষা করছিল চায়না মাঞ্জা নামক মরণ ফাঁদ। মোটর সাইকেলের সামনে ঘুড়ির সেই সুতো এসে যায়। গলার সঙ্গে জড়িয়ে যায় তা। গলা কেটে গিয়ে গলগল করে রক্ত বের হতে শুরু করে। সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্হানীয় বাসিন্দা তাঁকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর গলায় দশটি সেলাই পড়ে। তিনি এখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
advertisement
হাসপাতালের বেডে শুয়ে পিন্টু ঘোষ বললেন, "একটুর জন্য প্রাণে বেঁচে গেলাম। কিন্তু এই ধরনের ঘটনা আরও অনেকের ক্ষেত্রে আবারও ঘটতে পারে তাই প্রশাসনের কাছে আমার আবেদন এই রকম প্রাণঘাতি চায়না মাঞ্জা দেওয়া সুতোর ব্যবহার বন্ধ হোক। তা বন্ধে যথাযথ ব্যবস্থা নিক প্রশাসন।"
advertisement
স্থানীয় বাসিন্দারা জানান, "হঠাৎই ঘুড়ির সুতো গলায় জড়িয়ে যাওয়ায় ওই যুবক মোটর সাইকেল চালানোর সময় বেসামাল হয়ে পড়েন। কোনও রকমে মোটর সাইকেল দাঁড় করিয়ে তিনি সুতো সরানোর চেষ্টা করছিলেন। কিন্তু মুহূর্তের মধ্যেই মাঞ্জা দেওয়া সেই সুতো তাঁর গলায় গভীর ক্ষত তৈরি করে। এই সময় মোটর সাইকেল উল্টে আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 05, 2022 11:01 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চিনা মাঞ্জার মরণফাঁদ! স্ত্রী পুত্রকে নিয়ে মৃ্ত্যুর মুখ থেকে ফিরে এলেন মোটর সাইকেল চালক