Howrah News: ৭ এর প্রতিদ্বন্দ্বি ৭০! হাওড়ায় টানটান রুদ্ধশ্বাস লড়াই! কী হল শেষ পর্যন্ত
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News: ৭ এর প্রতিদ্বন্দ্বী ৭০! টান টান উত্তেজনায় দাবা প্রতিযোগিতা হাওড়ায়। বর্তমান সময়ে দাবা খেলার প্রতি দারুন আগ্রহ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের।
হাওড়া: ৭ এর প্রতিদ্বন্দ্বী ৭০! টান টান উত্তেজনায় দাবা প্রতিযোগিতা হাওড়ায়। বর্তমান সময়ে দাবা খেলার প্রতি দারুন আগ্রহ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের। অভিজ্ঞতায় বয়স্করা এগিয়ে থাকলেও, খুদে খেলোয়াড়দের পরাজিত করতে রীতিমত ঘাম ঝরাতে হল প্রবীণদের। হাওড়ার অনুষ্ঠিত এই দাবা প্রতিযোগিতার মঞ্চে প্রতিপক্ষকে কিস্তিমাত করতে রীতিমত বেশ ধকল পোহাতে হল খেলোয়াড়দের। এদিন প্রতিযোগিতার শুরু থেকেই উত্তেজনা ছিল চোখে পড়ার মত। এদিনের এই প্রতিযোগিতায় অংশ নেয়, তাবড় তাবড় খেলোয়াড়।
দাবা এমন একটি খেলা যেখানে একই প্রতিযোগিতার মঞ্চে শিশু-বৃদ্ধ একে অপরের প্রতিদ্বন্দ্বী হতে পারে। এতে দুই প্রতিদ্বন্দীর মধ্যে বয়সের বিশাল ব্যবধান দৃশ্যমান হলেও এই নবীন- প্রবীণ এর লড়াইয়ে অনেক বেশি অভিজ্ঞতার সঞ্চয়ের সুযোগ পেয়ে থাকে ছোটরা। হয়ত জয়ের দিকে বেশি এগিয়ে থাকে প্রবীণ। একাধিকবার লড়াই শেষে খুদে খেলোয়াড় পরাজিত করেছে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন প্রবীণ প্রতিদ্বন্দ্বীকে। তার যে আনন্দ, পরাজয় স্বীকার করেও নবীনকে স্বাগত জানাতে অনেক সময় প্রবীণ খেলোয়াড় নবীনকে বুকে জড়িয়ে নিতেও দেখাযায়।
advertisement
একই মঞ্চে নবীন প্রবীণ খেলার সুযোগ হাতছাড়া করতে নারাজ দাবাড়ু’রা। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন বয়সের প্রায় ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ‘ থিয়েটার রিধিম ‘ নাট্যগোষ্ঠীর উদ্যোগে বেলগাছিয়া ‘ মোহনা’ য় এবার চতুর্থ বর্ষে সারা বাংলা দাবা প্রতিযোগিতা আসর বসে। বিভিন্ন বিভাগে ৭ বছর বয়স থেকে শুরু করে সিনিয়র প্রতিযোগীরা অংশগ্রহণ করে।
advertisement
advertisement
এই প্রতিযোগিতা প্রসঙ্গে তৃতীয়বার কমনওয়েলথ চ্যাম্পিয়ন দিলীপ দাস জানান, প্রবীণরা অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও ছোটদের হারাতে বেশ বেগ পেতে হয়। প্রতিযোগিতার উদ্যোক্তারা জানান, আরওবেশি করে দাবা খেলায় মানুষকে উদ্বুদ্ধ বিশেষ করে নতুন প্রজন্মের এই খেলায় আগ্রহ বাড়াতে নাট্যগোষ্ঠী থিয়েটার রিধিমের পরিচালনায় এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় দারুন আগ্রহ দেখা যায় সমস্ত বয়সের খেলোয়াড়দের মধ্যে। এ কারণে আমদের আরও বেশি করে উৎসাহ যোগায়।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 06, 2025 4:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: ৭ এর প্রতিদ্বন্দ্বি ৭০! হাওড়ায় টানটান রুদ্ধশ্বাস লড়াই! কী হল শেষ পর্যন্ত