Cbi in Nandigram: Breaking: সাত সকালে নন্দীগ্রামে সিবিআই হানা, ৩ তৃণমূল নেতার খোঁজ! তোলপাড় বাংলা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Cbi in Nandigram: ভোট পরবর্তী হিংসা মামলায় এই তিন তৃণমূল নেতাকে সিবিআই বারবার তলব করলেও তারা সাড়া দেয়নি বলে সূত্রের খবর।
#নন্দীগ্রাম: সাত সকালে নন্দীগ্রামে সিবিআই হানা! নন্দীগ্রামের তিন তৃণমূল নেতার বাড়িতে সিবিআই-এর তল্লাশি। আবু তাহের, সেক খুসনবি এবং সেক আমানুল্লার বাড়িতে সিবিআই-এর টিম এসে আজ সকাল সকালই তল্লাশি চালায় বলে খবর।
ভোট পরবর্তী হিংসা মামলায় এই তিন তৃণমূল নেতাকে সিবিআই বারবার তলব করলেও তারা সাড়া দেয়নি বলে সূত্রের খবর। শেষমেশ তিনজনের বিরুদ্ধেই হলদিয়া আদালতে মামলা করা হয়। দুদিন আগেই হলদিয়া আদালত এই তিন তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
advertisement
advertisement
সূত্রের খবর, তারপর থেকেই তিন তৃণমূল নেতা পলাতক আছেন।
আজ তাদের খোঁজেই নন্দীগ্রামে আসে সিবিআই টিম। তিনজনের বাড়িতে ঢুকে তারা তল্লাশিও চালায়।
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে হইচইয়ের মধ্যেই সিবিআই তলব করেছিল নন্দীগ্রামের তিন তৃণমূল নেতাকে। আবু তাহের সহ নন্দীগ্রামের তিন তৃণমূল নেতাকে ফের সিবিআই তলব করেছিল! নন্দীগ্রামের তিন তৃণমূল নেতাকে দিন কয়েক আগেই সিবিআই-এর হলদিয়ার অস্থায়ী দফতর সিপিটি গেস্ট হাউসে ডাকা হয়েছিল। কিন্তু তারা যাননি। এরপর তাঁদের নামে গ্রেফতারি পরোয়ানাও জারি করে আদালত।
advertisement
ভোট পরবর্তী হিংসা মামলায় ইতিমধ্যেই সিবিআই নন্দীগ্রামের ১২ জন তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে। তারা সকলেই প্রায় এক বছর যাবৎ জেলবন্দি রয়েছেন। জানা গিয়েছে, সেই মামলাতেই আবু তাহেরদের সিবিআই নোটিশ পাঠিয়ে তলব করেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 28, 2022 10:21 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cbi in Nandigram: Breaking: সাত সকালে নন্দীগ্রামে সিবিআই হানা, ৩ তৃণমূল নেতার খোঁজ! তোলপাড় বাংলা