#হুগলিঃ লক ডাউন চলছে। তার মধ্যেই মাইকে ঘোষণা হয় দুপুর এগারোটার সময় গঙ্গায় বান আসবে। ব্যাস। এরপরে লক ডাউনের তোয়াক্কা না করে, ঘরে থাকা ছেলেছোকরারা বেরিয়ে চলে যায় বান দেখতে। আর সেই বান দেখতে গিয়েই জলের টানে ভেসে গেল কয়েকজন যুবক।
ঘটনাস্থল ফুলেশ্বরের কালসাপা নদীর পার। হুগলি নদীর এই গঙ্গা পারে তখন প্রশাসনের বারণ সত্ত্বেও ভিড় জমিয়েছে ছেলের দল। তাঁদের মধ্যে কেউ বানের জলোচ্ছ্বাসকে ব্যাকগ্রাউন্ডে রেখে সেলফি তুলতে ব্যস্ত, কেউ আবার অন্যের হাতের মোবাইল দিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে। নদীর পারে দাঁড়িয়ে আন্দাজও করতে পারেনি নদীর বান কতটা শক্তিশালী হতে পারে। এমতাবস্থা নিমিষের মধ্যেই আছড়ে পড়ে বান, প্রাণ ভয়ে তখন এদিক-ওদিক দৌড়াদৌড়ি শুরু করল সবাই। বানের গতি ও শক্তির কাছে হার মানতে হল সকলকেই, প্রাণহানির ঘটনা না ঘটলেও জলের তোরে ভেসে যায় অনেকেই। ভেসে যাওয়া মানুষকে বাঁচানোর চেষ্টাতো দূরে থাকে সকালেই তখন নিজের প্রাণ বাঁচাতে পরি কি মরি দৌড়। আর সেই ভয়ানক দৃশ্য ক্যামেরাবন্দি হল। যা হাড়হিম করা সিনিমার দৃশ্যকেও হার মানিয়ে দেবে। সাম্প্রতিক সময়ে নদীতে এমন বান দেখা যায়নি বলে দাবি স্থানীয়দের |
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।