বিবাহ বহির্ভূত সম্পর্ক বাড়িতে জানাজানি হতেই চরম পরিণতি কাঁকুড়গাছির স্বর্ণ ব্যবসায়ীর! বিরাটি রেললাইন থেকে মিলল দেহ!
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
বিরাটি বিশরপাড়া রেললাইন থেকে কাঁকুড়গাছির এক স্বর্ণ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল সোমবার।
বারাসত: বিরাটি বিশরপাড়া রেললাইন থেকে কাঁকুড়গাছির এক স্বর্ণ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল সোমবার।
পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার থেকে এই ব্যবসায়ী নিখোঁজ ছিলেন। ব্যবসায়ী নিখোঁজ থাকার দরুন তাঁর পরিবারের পক্ষ থেকে বাগুইআটি থানায় নিখোঁজের লিখিত অভিযোগ করা হয়েছিল।
advertisement
পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, এই ব্যবসায়ী বাড়িতে ফোন রেখে অন্যত্র চলে গিয়েছিলেন কারণ বিবাহ বহির্ভূত অন্য এক মহিলার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। এই কথা বাড়িতে জানাজানি হয়ে যাওয়ার ফলে তা নিয়ে অশান্তি শুরু হয়। এরপরেই সোমবার বিরাটি বিশরপাড়া এলাকায় রেললাইন থেকে দেহ উদ্ধার হয়। ইতিমধ্যেই, মৃতদেহ উদ্ধার করে বারাসাত জিআরপি তা ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
advertisement
পুলিশের প্রাথমিক অনুমান, তিনি আত্মহত্যা করেছেন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোন রকম খুন বা অন্য কোনও মামলা রুজু হয়নি। শুধুমাত্র বাগুইআটি থানায় নিখোঁজের একটি অভিযোগ হয়েছিল।
তদন্তে নেমে, পুলিশের প্রাথমিক অনুমান তিনি আত্মহত্যা করেছেন যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখছে বাগুইআটি থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 21, 2025 11:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিবাহ বহির্ভূত সম্পর্ক বাড়িতে জানাজানি হতেই চরম পরিণতি কাঁকুড়গাছির স্বর্ণ ব্যবসায়ীর! বিরাটি রেললাইন থেকে মিলল দেহ!







