বসিরহাটে ইটভাটায় ভয়াবহ বিস্ফোরণ, চিমনি ভেঙে মৃত ৪! আহত বেশ কয়েকজন
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন জ্বালানোর পর পরই ডাম্পারের ভিতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে৷ যার জেরে ভেঙে পড়ে ইটভাটার চিমনি৷
অনুপম সাহা, বসিরহাট: ইটভাটার চিমনি ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটল উত্তর চব্বিশ পরগণার বসিরহাটের ইটিন্ডায়৷ এই ঘটনায় চার জন শ্রমিকের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন শ্রমিক৷ আহতদের মধ্যে দু জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতায় রেফার করা হয়েছে৷
স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক মাস কাজ বন্ধ থাকার পর এ দিন থেকেই বসিরহাটের ইটিন্ডা এলাকার কৃষ্ণা ইটভাটায় কাজ শুরু হয়৷ কাজ শুরুর আগে নিয়ম মতো ইটভাটার চিমনির ভিতরে ডাম্পারে আগুন জ্বালানো হয়৷ এই ডাম্পারের ভিতরেই ইট রেখে পোড়ানোর কাজ হয়৷
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন জ্বালানোর পর পরই ডাম্পারের ভিতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে৷ যার জেরে ভেঙে পড়ে ইটভাটার চিমনি৷ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান বেশ কয়েকজন শ্রমিক৷
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ এবং দমকল বাহিনী৷ অন্যান্য শ্রমিকদের সাহায্যে আহত অবস্থায় ৬ জনকে উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ পরে দুর্ঘটনাস্থলে ধ্বংসস্তূপের নীচে আরও দুই শ্রমিকের দেহ উদ্ধার করা হয়৷ গুরুতর আহত অবস্থায় দু জন আহতকে কলকাতায় রেফার করা হয়৷ তাঁদের মধ্যেও একজনের মৃত্যু হয়েছে বলে খবর৷ ধ্বংসস্তূপের নীচে আর কেউ চাপা পড়ে আছেন কি না, তা খুঁজে দেখা হচ্ছে৷
advertisement
স্থানীয়রা জানিয়েছেন, প্রত্যেক বছরই দুর্গা পুজোর আগে থেকে ইট ভাটায় কাজ বন্ধ হয়ে যায়৷ শীত পড়লে ফের শুরু হয় ইট তৈরির কাজ৷ ইটভাটা খোলার পর ডাম্পারের ভিতরে আগুন জ্বালিয়ে কাজ শুরু করাই রীতি৷ এ দিন যে এত বড় বিপদ অপেক্ষা করছিল, তা ভাবতেও পারেননি ওই ইটভাটার শ্রমিকরা৷ রক্ষণাবেক্ষণের গাফিলতিতে এই ঘটনা ঘটল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 13, 2023 10:47 PM IST