বসিরহাটে ইটভাটায় ভয়াবহ বিস্ফোরণ, চিমনি ভেঙে মৃত ৪! আহত বেশ কয়েকজন

Last Updated:

প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন জ্বালানোর পর পরই ডাম্পারের ভিতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে৷ যার জেরে ভেঙে পড়ে ইটভাটার চিমনি৷

দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল৷
দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল৷
অনুপম সাহা, বসিরহাট: ইটভাটার চিমনি ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটল উত্তর চব্বিশ পরগণার  বসিরহাটের ইটিন্ডায়৷ এই ঘটনায় চার জন শ্রমিকের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন শ্রমিক৷ আহতদের মধ্যে দু জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতায় রেফার করা হয়েছে৷
স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক মাস কাজ বন্ধ থাকার পর এ দিন থেকেই বসিরহাটের ইটিন্ডা এলাকার কৃষ্ণা ইটভাটায় কাজ শুরু হয়৷ কাজ শুরুর আগে নিয়ম মতো ইটভাটার চিমনির ভিতরে ডাম্পারে আগুন জ্বালানো হয়৷ এই ডাম্পারের ভিতরেই ইট রেখে পোড়ানোর কাজ হয়৷
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন জ্বালানোর পর পরই ডাম্পারের ভিতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে৷ যার জেরে ভেঙে পড়ে ইটভাটার চিমনি৷ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান বেশ কয়েকজন শ্রমিক৷
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ এবং দমকল বাহিনী৷ অন্যান্য শ্রমিকদের সাহায্যে আহত অবস্থায় ৬ জনকে উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ পরে দুর্ঘটনাস্থলে ধ্বংসস্তূপের নীচে আরও দুই শ্রমিকের দেহ উদ্ধার করা হয়৷ গুরুতর আহত অবস্থায় দু জন আহতকে কলকাতায় রেফার করা হয়৷ তাঁদের মধ্যেও একজনের মৃত্যু হয়েছে বলে খবর৷ ধ্বংসস্তূপের নীচে আর কেউ চাপা পড়ে আছেন কি না, তা খুঁজে দেখা হচ্ছে৷
advertisement
স্থানীয়রা জানিয়েছেন, প্রত্যেক বছরই দুর্গা পুজোর আগে থেকে ইট ভাটায় কাজ বন্ধ হয়ে যায়৷ শীত পড়লে ফের শুরু হয় ইট তৈরির কাজ৷ ইটভাটা খোলার পর ডাম্পারের ভিতরে আগুন জ্বালিয়ে কাজ শুরু করাই রীতি৷ এ দিন যে এত বড় বিপদ অপেক্ষা করছিল, তা ভাবতেও পারেননি ওই ইটভাটার শ্রমিকরা৷ রক্ষণাবেক্ষণের গাফিলতিতে এই ঘটনা ঘটল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বসিরহাটে ইটভাটায় ভয়াবহ বিস্ফোরণ, চিমনি ভেঙে মৃত ৪! আহত বেশ কয়েকজন
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement