ফের পাঁচন দাওয়াই ! বহরমপুরে উর্বর জমিতে পাঁচন দিয়ে চাষের নিদান অনুব্রত মণ্ডলের
Last Updated:
#বহরমপুর: লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে এক সপ্তাহ আগেই সপ্তদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন ৷ এরপর ক্রমশই বাড়ছে রাজনৈতিক উত্তাপও ৷ রাজ্যের ৪২টি আসনের ইতিমধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস ৷ প্রতিটি লোকসভা কেন্দ্রই এখন ক্রমশই আকর্ষণীয় হয়ে উঠছে ৷
শনিবার মুর্শিদাবাদের বহরমপুরে প্রচার সভায় উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী ও বীরভূম জেলার তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল ৷ ফের একবার পাঁচনের নিদান এ'দিন তিনি দিয়েছেন এবার মুর্শিদাবাদে পাঁচন নিদান অনুব্রতর ৷ তিনি দলীয় কর্মীদের উর্বর জমিতে পাঁচন দিয়ে চাষের নিদান দিয়েছেন তিনি ৷ অনুব্রত জানিয়েছেন ভোটের আগে চাষ শুরুর করতে হবে ৷
advertisement
বহরমপুরে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন কেন্দ্রীয় বাহিনীকে ভয় না করার পরামর্শ দিয়েছেন তিনি ৷ কর্মীসভায় তিনি কর্মীদের মনোবল বাড়াতে দিয়েছেন একাধিক টোটকাও সঙ্গে যোগ করেছেন ‘আমি আপনাদের সঙ্গে আছি রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে’ জনসভায় বললেন অনুব্রত মণ্ডল ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 16, 2019 8:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফের পাঁচন দাওয়াই ! বহরমপুরে উর্বর জমিতে পাঁচন দিয়ে চাষের নিদান অনুব্রত মণ্ডলের