Birbhum Blast: হঠাৎ কানফাটানো বিকট শব্দ, মুহূর্তে শেষ ৭ জনের জীবন! পুজোর মধ্যেই বীরভূমে ঘটল ভয়ঙ্কর ঘটনা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Birbhum Blast: জানা গিয়েছে, এই ঘটনায় যারা নিহত হয়েছেন তারা আদৌ এই কয়লা খনির শ্রমিক ছিলেন, নাকি বাইরে থেকে এসেছিলেন সে বিষয়ে এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।
বোলপুর: ভয়ঙ্কর বিস্ফোরণ বীরভূমের কয়লা খনিতে। কাজ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। ঘটনায় প্রাণ হারিয়েছে ৭ জন শ্রমিক। এছাড়াও আহত হয়েছেন একাধিক। ঘটনা বীরভূমের লোকপুরের ভাদুলিয়া কয়লা খনিতে। সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এই বিস্ফোরণ ঘটে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই আহতদের উদ্ধার কার্য শুরু হয়েছে।
জানা গিয়েছে, এই ঘটনায় যারা নিহত হয়েছেন তারা আদৌ এই কয়লা খনির শ্রমিক ছিলেন, নাকি বাইরে থেকে এসেছিলেন সে বিষয়ে এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই নিহতরা স্থানীয় এলাকার মানুষ। তবে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে একেবারে ছিন্নভিন্ন হয়ে গেছে দেহ। হলে ওই মৃতদের চিহ্নিতকরণে কিছুটা অসুবিধায় পড়েছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: ঘটনার পরেই কাকে-কাকে ফোন সন্দীপ ঘোষের! চমকে ওঠা তথ্য সিবিআই সূত্রে! আরজি কর কাণ্ডে বড় মোড়?
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকালে গঙ্গারামচক কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানো হয়েছিল। কিন্তু ভিতরে শ্রমিকরা যে কাজ করছিলেন, তা খেয়াল ছিল না কারও। আর সেই অসাবধানতা থেকেই শ্রমিকরা চাপা পড়ে যান। পরে ৭ জনের দেহ উদ্ধার হয়। এই ঘটনার পর খনির উচ্চপদস্থ আধিকারিকরা এলাকা ছেড়ে পালিয়েছেন বলে অভিযোগ। এই মুহূর্তে এলাকায় ব্যাপক উত্তেজনা। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।
advertisement
ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর কাজ শুরু করা হয়েছে পুলিশের তরফে পাশাপাশি জোর কদমে উদ্ধার কার্য চালিয়ে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি এই বিস্ফোরণ ঠিক কী কারণে হল, কোনও রাসায়নিক ভাবে বিস্ফোরণ নাকি কয়লা তোলার সময় যে বিস্ফোরণ ঘটানো হয়, সেই বিস্ফোরণের ফলেই এই ভয়াবহ কাণ্ড, সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 07, 2024 1:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum Blast: হঠাৎ কানফাটানো বিকট শব্দ, মুহূর্তে শেষ ৭ জনের জীবন! পুজোর মধ্যেই বীরভূমে ঘটল ভয়ঙ্কর ঘটনা