Bengali News: ৯৭ কোটি ব্যয়ে অত্যাধুনিক গবেষণাগার দুর্গাপুর এনআইটি-তে, কী কী আছে দেখুন

Last Updated:

১১,১১০ বর্গমিটার এলাকাজুড়ে তৈরি হয়েছে এই ল্যাবরেটরি এবং অডিটোরিয়াম। ১১ তলা বিশিষ্ট এই অডিটোরিয়াম এবং ল্যাবরেটরি কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত

+
নবনির্মিত

নবনির্মিত ল্যাবরেটরি।

পশ্চিম বর্ধমান: দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বর্তমানে দেশের অন্যতম বড় শিক্ষা প্রতিষ্ঠান। এখানে দেশ-বিদেশ মিলিয়ে প্রায় পাঁচ হাজার পড়ুয়া আছে। সেখানেই তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের অন্যতম সেরা অডিটোরিয়াম এবং একই সঙ্গে তৈরি হয়েছে সেন্ট্রাল রিসার্চ ল্যাবরেটরি। যার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এই সেন্ট্রাল রিসার্চ ল্যাবরেটরিতে কী কী সুবিধা থাকছে? কী সুবিধা থাকছে এই অত্যাধুনিক অডিটোরিয়ামে?
সূত্রের খবর, এনআইটিতে তৈরি হওয়া এই অডিটোরিয়াম এবং গবেষণাগারটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৯৭ কোটি টাকা। যার মধ্যে অত্যাধুনিক ল্যাবরেটরি তৈরি করতে ৬৭ কোটি টাকার বেশি ব্যয় করা হয়েছে। ১১,১১০ বর্গমিটার এলাকাজুড়ে তৈরি হয়েছে এই ল্যাবরেটরি এবং অডিটোরিয়াম। ১১ তলা বিশিষ্ট এই অডিটোরিয়াম এবং ল্যাবরেটরি কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত। নবনির্মিত ভবনের নাম দেওয়া হয়েছে ‘উৎকর্ষ ভবন’। অডিটরিয়ামে রয়েছে ১,৫০০ টি আসন। একইসঙ্গে থাকছে দুই হাজার লুম্যান প্রজেকশন সিস্টেম।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সেন্ট্রাল রিসার্চ ল্যাবরেটরিটি গবেষণার কাজে ব্যাপকভাবে সুবিধা দেবে বলে কর্তৃপক্ষের দাবি। কারণ এখানে রয়েছে অত্যাধুনিক বিভিন্ন ব্যবস্থা। কী কী ব্যবস্থা থাকছে এই নতুন ল্যাবে? এনআইটি সূত্রে খবর, এই ল্যাবে থাকছে হাই রেজোলিউশন ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ, আয়ন ক্রোমোটোগ্রাফি, ৪০০ মেগাহার্জ রেজোলিউশন সহ কুরিয়ার ট্রান্সফর্ম নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স স্পেকট্রমিটারের মতো অত্যাধুনিক যন্ত্রপাতি। যা সামাজিক চাহিদা, জল, পরিবেশ, সবুজ শক্তি এবং সহায়ক প্রযুক্তির মত গবেষণার ক্ষেত্রে সুযোগ করে দেবে। যা প্রতিষ্ঠানে গবেষণারত পড়ুয়াদের গবেষণার কাজে আরও অনেক বেশি সুবিধা করে দেবে।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: ৯৭ কোটি ব্যয়ে অত্যাধুনিক গবেষণাগার দুর্গাপুর এনআইটি-তে, কী কী আছে দেখুন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement