Bengali News: কেক তৈরির প্রশিক্ষণ দিচ্ছে বিএসএফ! কোথায় ঘটল এমনটা দেখুন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
কাদিপুর বিএসএফ ক্যাম্পে ১৫ দিন হাতে-কলমে বেকারির উপর মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণ শিবিরে কাদিপুর সহ হুদা দিগম্বরপুর থেকে মহিলারা এসে এই প্রশিক্ষণ নিচ্ছেন
নদিয়া: সীমান্তবর্তী গ্রামের মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্যোগ বিএসএফের। নদিয়ার কৃষ্ণগঞ্জের বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে মহিলাদের বিনামূল্যে ট্রেনিং দিয়ে কেক বানানো শেখানো হচ্ছে।
আরও পড়ুন: টোটোর মধ্যে স্কুল! রইল বাকিটাও…
কাদিপুর বিএসএফ ক্যাম্পে ১৫ দিন হাতে-কলমে বেকারির উপর মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণ শিবিরে কাদিপুর সহ হুদা দিগম্বরপুর থেকে মহিলারা এসে এই প্রশিক্ষণ নিচ্ছেন। এই প্রশিক্ষণ শিবিরে মোট ২৫ জন মহিলা অংশ নেয়। এখানে নানারকম কেক, বিস্কুট, পিজ্জা, বার্গার সহ বেকারির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণ নেওয়ার পর ব্যবসা করবার জন্য একটি স্টল তৈরি করে দেওয়াও হয়েছে।
advertisement
advertisement
বেকারির স্টলের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের কৃষ্ণনগর সেক্টরের ডিআইজি সঞ্জয় কুমার এবং তাঁর সহধর্মিনী। এছাড়াও ছিলেন ৩২ নম্বর ব্যাটেলিয়ানের সিও সুজিত কুমার। এমন প্রশিক্ষণ শিবির আরও করা হবে বলে জানিয়েছেন বিএসএফের আধিকারিকরা। এলাকার মহিলারা যথেষ্ট আগ্রহী এই প্রশিক্ষণ নেওয়ার জন্য।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
বিএসএফ শুধুমাত্র যে সীমান্ত পাহারা দেয় তা নয়। বিভিন্ন সামাজিক কাজের দৃষ্টান্ত স্থাপনও করছেন তাঁরা। স্থানীয় এলাকার মানুষের মানোন্নয়নে নিরন্তর কাজ করে যায় বর্ডার সিকিউরিটি ফোর্স।
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 29, 2024 7:52 PM IST