৫১ সতীপীঠের অন্যতম, কৌশিকী অমাবস্যায় পুজো দিতে পারেন এই মহাজাগ্রত মন্দিরে! ইতিহাস শুনলে গায়ে কাঁটা দেবে

Last Updated:

প্রত্যেক নিশি রাতেই এই মন্দিরে মায়ের পুজো হয়। কিরীটেশ্বরী মন্দিরের ইতিহাস নিয়ে বহু মত প্রচলিত আছে

+
৫১

৫১ সতীপীঠের অন্যতম কিরীটেশ্বরী মন্দির

নবগ্রাম, তন্ময় মন্ডলঃ মুর্শিদাবাদ জেলা ‘নবাবের জেলা’ হলেও এখানেই রয়েছে ৫১ সতীপীঠের অন্যতম কিরীটেশ্বরী মন্দির। আগামী শুক্রবার কৌশিকী অমাবস্যা। সেই উপলক্ষে মুর্শিদাবাদ জেলার অন্যতম সতীপীঠ নবগ্রামের কিরীটেশ্বরী মন্দির সেজে উঠছে। রাতভর হোমযজ্ঞ ও বিশেষ পুজো চলবে। মুর্শিদাবাদ জেলায় অবস্থিত অন্যতম প্রাচীন মন্দির কিরীটেশ্বরী। মা কিরীটেশ্বরী এখানে দক্ষিণাকালী ধ্যানে পূজিতা।
প্রত্যেক নিশি রাতেই এই মন্দিরে মায়ের পুজো হয়। কিরীটেশ্বরী মন্দিরের ইতিহাস নিয়ে বহু মত প্রচলিত আছে। প্রাচীন ইতিহাস অনুসারে এর নাম ছিল কিরীটকণা। তাই কেউ বলেন এখনে সতীর মুকুটের কণা পড়েছিল, আবার কেউ বলেন ললাট বা কপাল। কিন্তু মন্দিরের সেবাইতরা জানাচ্ছেন, কিরীট কথাটি এসেছে করোটি বা মাথার খুলি থেকে। আর সেই করোটির টুকরো আছে বলেই নাম হয়েছে কিরীটী। সেখান থেকেই কিরীটেশ্বরী নামকরণ।
advertisement
আরও পড়ুনঃ চাকরি খোঁজার বয়সে ‘অন্ধকার জগতে’ পা! একের পর এক অপকর্ম…! যুবককে গ্রেফতার করল পুলিশ
১১০৪ বঙ্গাব্দে মন্দির প্রতিষ্ঠা করেন নাটোরের রানি ভবানী। পরবর্তী সময়ে মহারাজা রাও যোগেন্দ্রনারায়ণ রায় ১৩৩৭ বঙ্গাব্দে এই মন্দিরের সংস্কার করেন। যোগেন্দ্রনারায়ণ রায়ের সময়ের যে তথ্য পাওয়া গিয়েছে সেখানে পুনঃ সংস্কারের উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে তাঁর আগে আরও কেউ এই মন্দিরের সংস্কার করেছেন বলেই মনে করা হয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে এই পর্যটক গ্রামকে কেন্দ্রীয় সরকার বিবেচিত করার কারণে বর্তমানে পর্যটকদের সংখ্যা যেমন বৃদ্ধি হচ্ছে ঠিক তেমনই আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে বলে আশাবাদী সকলে। আগামী শুক্রবার কৌশিকী অমাবস্যা উপলক্ষে সকাল থেকেই চলবে বিশেষ পুজো। রাতেই হবে হোম যজ্ঞ ও পুজো অর্চনা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৫১ সতীপীঠের অন্যতম, কৌশিকী অমাবস্যায় পুজো দিতে পারেন এই মহাজাগ্রত মন্দিরে! ইতিহাস শুনলে গায়ে কাঁটা দেবে
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement