Purulia News: অনলাইনে গেম খেলছেন, হয়ে যান সাবধান, বিশেষ সতর্কতা পুরুলিয়া সাইবার থানার
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Purulia News: পড়ুয়াদের সাইবার প্রতারণার ফাঁদ থেকে রক্ষা করতে অভিনব উদ্যোগ আইটিআই কলেজের।
পুরুলিয়া: পুরুলিয়া, বাঁকুড়া হল রাঢ বাংলার এমন দুই জেলা পিছিয়ে পড়া হলেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজ্যের মানচিত্রে। এই পুরো বেল্টটাকে বলা হয় এডুকেশনাল হাব। প্রতিবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃত ছাত্র-ছাত্রীদের লাইন লেগে থাকে এই দুই জেলায়। বিশেষজ্ঞদের মতে এর অন্যতম কারণ হল এই দুই জেলায় মনোরঞ্জনের মাধ্যম খুব কমই রয়েছে। তাই এই জেলার ছাত্র-ছাত্রীরা খুব সহজেই পড়াশোনার প্রতি মনোযোগী হতে পারে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বড় বড় শহর যেমন কলকাতা, দিল্লি, মুম্বই এই সমস্ত শহরে ডেটিং অ্যাপ, গেমিং অ্যাপের দৌরাত্ম্য যে-ভাবে বেড়েছে আস্তে, আস্তে পুরুলিয়া বাঁকুড়ার মতো জেলাতেও ছাত্র-ছাত্রীদের মধ্যে কিন্তু কনসেনট্রেশন নষ্ট করছে এই অ্যাপগুলি।
যার জন্য ইতিমধ্যেই পুরুলিয়ার অভিভাবকেরা চিন্তিত। এর প্রতিকার কি? তার পথ দেখাচ্ছেন পুরুলিয়া সাইবার থানার পুলিশ ও টামনা থানার পুলিশ। পুরুলিয়ার এক নম্বর ব্লকের চাকদা স্থিত গভমেন্ট আইটিআই কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে সাইবার সচেতনতার বিষয়ে একটি বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সাইবার প্রতারণার হাত থেকে নিজেদের রক্ষা করার পাঠ দান করেন পুরুলিয়া সাইবার থানার ওসি বিকাশ রায় ও টামনা থানার ওসি তাপস কুমার মিশ্র।
advertisement
গেমিং অ্যাপ-এর মাধ্যমে কীভাবে মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে সেই কথাও তুলে ধরেন পুরুলিয়া সাইবার থানার ওসি বিকাশ রায়। মূলত ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে ও ছাত্র-ছাত্রীদের সাইবার প্রতারণার হাত বাঁচাতে এই সচেতনতা মূলক অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করে পুরুলিয়ার এই গভমেন্ট আইটিআই কলেজ। খেলাধুলার জন্য গেমিং অ্যাপ নয় খেলার মাঠকেই বেছে নিতে বলেন কলেজের প্রিন্সিপাল সৈকত মজুমদার। এই অ্যাওয়ারনেস ক্যাম্পের ফলে অনেক কিছু জানতে পেরেছেন এবং শিখতে পেরেছেন বলে জানান চাকদার গর্ভমেন্ট আইটিআই কলেজের ছাত্র শরৎ বাউরী। আগামী দিনে আরও এই ধরনের প্রোগ্রাম তাদের কলেজে হোক এমনটাই চান তিনি।
advertisement
advertisement
অনলাইনে বন্ধুত্বের নামে প্রতারণা। ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার দাবি। এ যেন সাইবার ক্রিমিনালদের নিত্যদিনের গল্প। খবরের কাগজ নিউজ চ্যানেল খুললেই প্রায়সই দেখা যায় এই ঘটনা। বিশেষ করে নবপ্রজন্মের ছেলেমেয়েরা সাইবার প্রতারণার ফাঁদে পড়ছে বেশি। তাই তাদের কথা চিন্তা করে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হলো পুরুলিয়ার এক নম্বর ব্লকের চাকদার সরকারি আইটিআই কলেজে।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2025 7:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: অনলাইনে গেম খেলছেন, হয়ে যান সাবধান, বিশেষ সতর্কতা পুরুলিয়া সাইবার থানার