সঠিক সিদ্ধান্ত! হেঁটে নয়, নেটে পুজো দেখানোর ব্যবস্থা করছে বর্ধমানের নামী বারোয়ারি পুজোগুলি

Last Updated:

করোনা সংক্রমনের কারণে এবার অনেকেই পাড়ার পুজোর মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখতে চাইছেন। অন্যান্যবার দিনভর মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দর্শন করেন অনেকেই।

#বর্ধমান: বাড়ছে করোনার সংক্রমণ। তাই পুজোয় মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দর্শন থেকে এবার বিরত থাকার সিদ্ধান্ত নিচ্ছেন বাসিন্দাদের অনেকেই। পরিস্থিতির কথা চিন্তা করে এবার অনলাইনে প্রতিমা দর্শনের ব্যবস্থা করছে বর্ধমানের বেশ কয়েকটি বারোয়ারি পুজো কমিটি। বারোয়ারি পুজোর উদ্যোক্তারা বলছেন, এবার পুজো তুলনামূলক ছোট হলেও মন্ডপ প্রতিমা কেমন হচ্ছে সে ব্যাপারে বাসিন্দাদের মধ্যে একটা আগ্রহ রয়েইছে। অনেকেই এবার প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে প্রতিমা দর্শন করতে পারবেন না। তবে তাঁরা যাতে পুজো দেখার আনন্দ কিছুটা পান তা নিশ্চিত করতেই অনলাইনে প্রতিমা মন্ডপ দেখানোর ব্যবস্থা থাকছে। নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে অথবা ফেসবুক লাইভের মাধ্যমে পুজো দেখানোর পরিকল্পনা নিয়েছে বর্ধমান শহরের নামী বারোয়ারি পুজো কমিটিগুলি।
করোনা সংক্রমনের কারণে এবার অনেকেই পাড়ার পুজোর মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখতে চাইছেন। অন্যান্যবার দিনভর মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দর্শন করেন অনেকেই। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রতিমা দর্শন করেন তাঁরা।কিন্তু এবার পরিস্থিতি একেবারেই আলাদা। সংক্রমণ যেভাবে ছড়িয়ে পড়েছে তাতে বাইরে বেশি সময় কাটালে করোনায় আক্রান্ত হবার আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই এবার বয়স্কদের অনেকেই বাইরে বেরোবেন না। একইভাবে বাবা মায়ের হাত ধরে মণ্ডপে মণ্ডপে ঘোডরা হবেনা ছোটদেরও। মহিলাদেরও অনেকেই এবার পুজো দেখতে যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। তাদের কথা ভেবেই অনলাইনে প্রতিমা, মন্ডপ দেখানোর ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন পুজোর উদ্যোক্তারা।
advertisement
বর্ধমানে লালটু স্মৃতি সংঘ ও সবুজ সংঘের পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য পুজোগুলিতেও মন্ডপ, প্রতিমা তৈরির শেষ পর্যায়ের কাজ চলছে। শুধু বর্ধমানবাসীই নয়,জেলার বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বাঁকুড়া হুগলি সহ আশপাশের জেলাগুলো থেকেও অন্যান্যবার অগণিত দর্শনার্থী বর্ধমানের পুজো দেখতে আসেন। তাদেরও অনেকেই এবার আসবেন না বলেই মনে করছেন উদ্যোক্তারা। এমনিতেই লোকাল ট্রেন চলাচল বন্ধ। বাস চলাচল অনিয়মিত।তার ওপর করোনা সংক্রমনের আশংকার কারণে এবার তেমন ভিড় হবে না বলে মনে করছেন উদ্যোক্তারা। তবুও সকলে যাতে বাড়িতে বসেই মন্ডপ প্রতিমা দর্শন করতে পারেন তা নিশ্চিত করতেই অনলাইনে পুজো দেখানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পূজার উদ্যোক্তারা
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সঠিক সিদ্ধান্ত! হেঁটে নয়, নেটে পুজো দেখানোর ব্যবস্থা করছে বর্ধমানের নামী বারোয়ারি পুজোগুলি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement