Bangla Video: গরমে জঙ্গলে আগুন লাগা ঠেকাতে পথে নামল একদল তরুণ
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Bangla Video: এই গরমের সময় অত্যন্ত বিপজ্জনক হল বনে জঙ্গলে আগুন লেগে যাওয়ার ঘটনা। ইতিমধ্যেই জেলাজুড়ে একাধিক আগুন লাগার ঘটনা সামনে এসেছে
হাওড়া: পরিবেশ বাঁচাতে পথে নামল একদল তরুণ তুর্কি। সারা বছর ধরে পরিবেশ ও বন্যপ্রাণ রক্ষায় নানা কর্মসূচি পালন করছে এরা। এক দিক থেকে স্বস্তির আভাস তো অন্যদিকে হাহাকার, কান্নার সুর ভেসে আসে। বন বিভাগের পাশাপাশি পরিবেশ ও বন্যপ্রাণীদের রক্ষায় প্রতি নিয়ত লেগে রয়েছেন পরিবেশ কর্মীরা।
হাওড়া জেলা নন ফরেস্ট জোন হলেও এখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রজাতির বন্যপ্রাণী বসবাস করে। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী বাঘরোল বা ফিশিং ক্যাট, গন্ধগোকুল, ভাম খটাস, শেয়াল, সজারু, সাপ, বেঁজি গোসাপ সহ বিভিন্ন প্রাণে যেগুলি তফসিল-১ অন্তর্ভুক্ত তাদের বাসভূমি এই জেলায়। বর্তমানে পরিবেশ নানা কারণে ধ্বংস হচ্ছে। আর তার অন্যতম কারণ দ্রুত গতিতে নগরায়ণ। তবে এই গরমের সময় অত্যন্ত বিপজ্জনক হল বনে জঙ্গলে আগুন লেগে যাওয়ার ঘটনা। ইতিমধ্যেই জেলাজুড়ে একাধিক আগুন লাগার ঘটনা সামনে এসেছে। এতে যেমন সবুজ ধ্বংস হয়েছে অন্যদিকে বন্যপ্রাণীরা বিপদে পড়ছে। সেইদিক গুরুত্ব রেখেই বন দফতর এবং পরিবেশ কর্মীদের যৌথ উদ্যোগ নেওয়া হল বিশেষ সচেতনতা কর্মসূচি।
advertisement
advertisement
কার্বন শোষণকারী খড়ি-হোগলার জমি ধ্বংস করে গড়ে উঠছে কলকারখানা। অন্যদিকে অবশিষ্ট খড়ি হোগলা কাশে উলুবনে জ্বলে উঠছে আগুন। এর প্রভাব যেমন পরিবেশের উপর পড়ছে অন্যদিকে দারুণ ভাবে বিপদের মুখে বন্যপ্রাণীরা। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে এই ধরনের ঘটনা কম হবে। পরিবেশ এবং বন্যপ্রাণীরা সুরক্ষিত থাকবে। সেইদিক গুরুত্ব রেখে এই সচেতনতার কর্মসূচি।
advertisement
এই প্রসঙ্গে পরিবেশকর্মী চিত্রক প্রামানিক এবং শুভজিৎ মাইতি জানান, হাওড়া জেলা নন ফরেস্ট জোন হলেও এখানে রাজ্য প্রাণী বাগরোল, ভাম, খটাশ, সজারুর মত গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী বসবাস করে। এখানের বনে জঙ্গলে আগুন লাগার প্রবণতা মারাত্মক বিপদের। এই ঘটনা কম করতেই সাধারণ মানুষকে সচেতন করার কর্মসূচি।
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 25, 2024 12:18 AM IST