Travel Tips: যেন রূপকথার জগৎ! ঝর্ণার জল ছুঁয়ে যায় শরীর, পুরুলিয়ার এই জায়গা ঘুরে নিন ২ দিনেই

Last Updated:

Travel Tips: একাধিক পর্যটন কেন্দ্রে ঘেরা লাল মাটির এই পুরুলিয়া জেলা। তার মধ্যে অন্যতম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে অবস্থিত বামনি ফলস। সারা বছরই সেখানে পর্যটকদের ব্যাপক ঢল নামে।

+
বামনি

বামনি ফলস

পুরুলিয়া: প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পুরুলিয়া জেলা। ‌ঋতু পরিবর্তনের সঙ্গে , সঙ্গে এই জেলার রূপ পরিবর্তন হয়। সুন্দরী অযোধ্যার রূপের টানে তাই ছুটে আসেন পর্যটকেরা। ‌সারা বছরই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে পর্যটকদের ঢল নামে। ‌তবে বর্ষায় অযোধ্যা পাহাড়ে রূপ একেবারেই অনবদ্য হয়ে ওঠে। প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে ওঠে চারদিক।
একাধিক পর্যটন কেন্দ্রে ঘেরা লাল মাটির এই পুরুলিয়া জেলা। তার মধ্যে অন্যতম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে অবস্থিত বামনি ফলস। সারা বছরই সেখানে পর্যটকদের ব্যাপক ঢল নামে। তবে বর্ষার মরশুমে মনোমুগ্ধকর রূপ হয়ে ওঠে এই বামনি ফলসের। তাই বর্ষার এই বামনি ফলসের অপরূপ সৌন্দর্যের টানে ছুটে আসেন অনেকে।
পর্যটকেরা বলেন, তাঁরা অনেকটা দূর থেকে পুরুলিয়ার এই বামনি ফলস দেখতে এসেছেন। তাদের ভীষণই ভাল লাগছে এত সুন্দর দৃশ্য দেখতে পেয়ে। ‌ তাই তাঁরা মুঠোফোনে তাঁদের এই স্মৃতি বহন করে নিয়ে যাচ্ছেন। বাড়ির কাছে এত সুন্দর ওয়াটার ফলস তারা এর আগে কখনও দেখেননি। অযোধ্যা পাহাড়ের গা বেয়ে নেমে গিয়েছে এই পাহাড়ি ঝর্ণা।
advertisement
advertisement
বামনি ফলসে যেতে গেলে পাহাড়ি চড়াই উৎরাই কিছুটা পথ পেরিয়ে যেতে হয়। পাহাড়ের খাঁজ কেটে সিঁড়ি তৈরি করা হয়েছে বামনি ফলস যাওয়ার জন্য। আর সেই রাস্তা দিয়েই পর্যটকেরা সুন্দরী অযোধ্যার কোলে অবস্থিত বামনি ফলসে বেড়াতে যান।‌ হাতে সময় কম থাকলেও দু-দিনের ছুটি নিয়ে অনায়াসেই ঘুরে আসা যায় লাল মাটির এই জেলা থেকে। ‌আর তাই তো পুরুলিয়ার পর্যটন মানচিত্রে এর ভূমিকা অপরিসীম।
advertisement
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Travel Tips: যেন রূপকথার জগৎ! ঝর্ণার জল ছুঁয়ে যায় শরীর, পুরুলিয়ার এই জায়গা ঘুরে নিন ২ দিনেই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement