Bengali News| Ballavpur Sanctuary| বল্লভপুর বণ্যপ্রাণী অভয়ারণ্য, বাড়ির পাশের আরশিনগর

Last Updated:

Bengali News| Ballavpur Sanctuary| এখানে সবুজে ঘেরা বনে বন্যপ্রাণের অবাধ বিচরণ দেখার আনন্দই আলাদা।

হাতছানি দিচ্ছে বল্লভপুর অভয়ারণ্য।
হাতছানি দিচ্ছে বল্লভপুর অভয়ারণ্য।
#বীরভূম: বীরভূমে ঘুরতে এসে কবিগুরু রবীন্দ্রনাথ স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন না ঘুরলে যেন বীরভূম ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। আবার এই শান্তিনিকেতন ঘুরতে আসার সঙ্গে সঙ্গে এক টুকরো বন্যপ্রাণের চারণভূমির খোঁজ মিলে বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্যে। এখানে সবুজে ঘেরা বনে বন্যপ্রাণের অবাধ বিচরণ দেখার আনন্দই আলাদা।
এই অভায়ারণ্য ঐতিহ্যবাহী বিশ্বভারতী ক্যাম্পাস থেকে মাত্র দুই থেকে তিন কিলোমিটার দূরে। আমজনতার কাছে এই অভয়ারণ্য ডিয়ার পার্ক নামেই পরিচিত। শান্তিনিকেতন ঘুরতে আসা পর্যটকরা সুযোগ পেলেই এই অভয়ারণ্যে ভিড় জমান। বর্তমানে এখানে ছোট-বড় মিলিয়ে অন্ততপক্ষে ২২৫ হরিণ রয়েছে।
এই অভয়ারণ্যটি পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ হরিণ সংরক্ষণ স্থল। এটি ১৯৭৭ সালে তৈরি করা হয়েছিল। এই অভয়ারণ্যটি ২০০ হেক্টর জমির উপর দাঁড়িয়ে রয়েছে। যার দৈর্ঘ্য হল ৫৬ মিটার।
advertisement
advertisement
এই অভয়ারণ্যে পৌঁছানোর জন্য রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ট্রেন মারফত বোলপুর স্টেশনে এসে যেকোনো যানবাহনের মাধ্যমে সহজেই পৌঁছে যাওয়া যায়। বোলপুরের এই অভায়ারণ্য পরিদর্শন করার পাশাপাশি বোলপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখার জন্য থাকা ও খাওয়ার সমস্ত ধরনের হোটেল রেস্তোরাঁ রয়েছে। বছরের বিভিন্ন সময়ে কলকাতা, হাওড়া, শিয়ালদা, বর্ধমান সহ বিভিন্ন জেলা থেকে পর্যটকরা এখানে ভিড় জমান। অন্যদিকে আবার শীতকালে বনভোজনের সময় বনভোজনের জন্য বীরভূম সহ বিভিন্ন জেলার বাসিন্দা এখানে এসে থাকেন।
advertisement
তবে বর্তমান করোনাকালে আপাতত এই অভয়ারণ্য পর্যটকদের জন্য বন্ধ রয়েছে। তবে বোলপুরের বনদপ্তরের রেঞ্জার জয় নারায়ণ মন্ডল জানিয়েছেন, "আশা করা হচ্ছে পুজোর পরেই আমাদের এই অভায়ারণ্য পর্যটকদের জন্য খুলে দেওয়ার অনুমতি মিলবে।"
-মাধব দাস
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News| Ballavpur Sanctuary| বল্লভপুর বণ্যপ্রাণী অভয়ারণ্য, বাড়ির পাশের আরশিনগর
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement