হোম /খবর /দক্ষিণবঙ্গ /
বল্লভপুর বণ্যপ্রাণী অভয়ারণ্য, বাড়ির পাশের আরশিনগর

Bengali News| Ballavpur Sanctuary| বল্লভপুর বণ্যপ্রাণী অভয়ারণ্য, বাড়ির পাশের আরশিনগর

হাতছানি দিচ্ছে বল্লভপুর অভয়ারণ্য।

হাতছানি দিচ্ছে বল্লভপুর অভয়ারণ্য।

Bengali News| Ballavpur Sanctuary| এখানে সবুজে ঘেরা বনে বন্যপ্রাণের অবাধ বিচরণ দেখার আনন্দই আলাদা।

  • Last Updated :
  • Share this:

#বীরভূম: বীরভূমে ঘুরতে এসে কবিগুরু রবীন্দ্রনাথ স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন না ঘুরলে যেন বীরভূম ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। আবার এই শান্তিনিকেতন ঘুরতে আসার সঙ্গে সঙ্গে এক টুকরো বন্যপ্রাণের চারণভূমির খোঁজ মিলে বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্যে। এখানে সবুজে ঘেরা বনে বন্যপ্রাণের অবাধ বিচরণ দেখার আনন্দই আলাদা।

এই অভায়ারণ্য ঐতিহ্যবাহী বিশ্বভারতী ক্যাম্পাস থেকে মাত্র দুই থেকে তিন কিলোমিটার দূরে। আমজনতার কাছে এই অভয়ারণ্য ডিয়ার পার্ক নামেই পরিচিত। শান্তিনিকেতন ঘুরতে আসা পর্যটকরা সুযোগ পেলেই এই অভয়ারণ্যে ভিড় জমান। বর্তমানে এখানে ছোট-বড় মিলিয়ে অন্ততপক্ষে ২২৫ হরিণ রয়েছে।

এই অভয়ারণ্যটি পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ হরিণ সংরক্ষণ স্থল। এটি ১৯৭৭ সালে তৈরি করা হয়েছিল। এই অভয়ারণ্যটি ২০০ হেক্টর জমির উপর দাঁড়িয়ে রয়েছে। যার দৈর্ঘ্য হল ৫৬ মিটার।

এই অভয়ারণ্যে পৌঁছানোর জন্য রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ট্রেন মারফত বোলপুর স্টেশনে এসে যেকোনো যানবাহনের মাধ্যমে সহজেই পৌঁছে যাওয়া যায়। বোলপুরের এই অভায়ারণ্য পরিদর্শন করার পাশাপাশি বোলপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখার জন্য থাকা ও খাওয়ার সমস্ত ধরনের হোটেল রেস্তোরাঁ রয়েছে। বছরের বিভিন্ন সময়ে কলকাতা, হাওড়া, শিয়ালদা, বর্ধমান সহ বিভিন্ন জেলা থেকে পর্যটকরা এখানে ভিড় জমান। অন্যদিকে আবার শীতকালে বনভোজনের সময় বনভোজনের জন্য বীরভূম সহ বিভিন্ন জেলার বাসিন্দা এখানে এসে থাকেন।

তবে বর্তমান করোনাকালে আপাতত এই অভয়ারণ্য পর্যটকদের জন্য বন্ধ রয়েছে। তবে বোলপুরের বনদপ্তরের রেঞ্জার জয় নারায়ণ মন্ডল জানিয়েছেন, "আশা করা হচ্ছে পুজোর পরেই আমাদের এই অভায়ারণ্য পর্যটকদের জন্য খুলে দেওয়ার অনুমতি মিলবে।"

-মাধব দাস

Published by:Arka Deb
First published:

Tags: Ballavpur sanctuary, Birbhum