North 24 Parganas News: গাছে ফুটে উঠছে থ্রিডি ছবি, পরিবেশ রক্ষায় অভিনব ভাবনা বানিপুরের শিল্পীর
- Published by:sipra roy
- hyperlocal
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
গাছে ফুটে উঠছে থ্রিডি ছবি, পরিবেশ রক্ষায় অভিনব ভাবনা বানিপুরের শিল্পী সঞ্জয় সরকারের। চারপাশে যখন চলছে গাছ নিধন, সেই জায়গায় দাঁড়িয়ে শিল্পীর বার্তা গাছ বাঁচানোর।
উত্তর ২৪ পরগনা: প্রকৃতির কোলে বেড়ে ওঠা গাছ, আর সেই গাছই যেন হয়ে উঠেছে একজন শিল্পীর ক্যানভাস। হাবরার বানিপুর এলাকার শিল্পী সঞ্জয় সরকারের হাতের ছোঁয়ায় গাছগুলি যেন এক অন্য রূপ লাভ করেছে। চারপাশে যখন চলছে গাছ নিধন, সেই জায়গায় দাঁড়িয়ে শিল্পীর বার্তা গাছ বাঁচানোর। পরিবেশের নানা সৃষ্টি তিনি ফুটিয়ে তুলেছেন গাছের উপর। গাছেই স্থান পেয়েছে পশু পাখি বিড়াল থেকে দেব দেবীর মূর্তিও। গাছের একবারে সামনে দাঁড়ালে দেখে মনে হতে পারে রংএর আঁকিবুকি। কিন্তু একটু দূরে গেলেই বোঝা যাবে গাছগুলিতে ফুটে উঠেছে নিখুঁত হাতের আঁকায় পশুপাখি আরও কত কি। উঁকি দিচ্ছে গাছ এমন ছবিও দেখা যাচ্ছে বানিপুর এলাকার বি আর আম্বেদকর স্পোর্টস স্কুলের সামনে। আর এখন গাছের গায়ে আঁকা এই থ্রিডি ছবি দেখতেই ভিড় জমছে ওই এলাকায়।
নতুন প্রজন্মের তরুণ-তরুনীরা গিয়ে সেলফিও তুলছেন গাছের পাশে দাঁড়িয়ে। তার জেরেই খুশি শিল্পীও। গাছকে ভালোবাসুক সকলে সেই বার্তাই যেন তুলে ধরতে চান এই শিল্প সৃষ্টির মধ্যে দিয়ে। সোশ্যাল মিডিয়াও ভাইরাল হয়েছে এই গাছের ছবি। বানিপুর বসন্ত উৎসব কমিটির উদ্যোগে প্রতিবছর অনুষ্ঠানের আয়োজন করা হয় বানিপুরে। সেই অনুষ্ঠানের অংশ হিসেবেই এই গাছ শোভা পাচ্ছে বানিপুরের নানা জায়গায়। বসন্ত উৎসব কমিটির সহযোগিতায় শিল্পী এলাকার নানা গাছে এভাবেই স্প্রে রং ব্যবহার করে এঁকে চলেছেন একের পর এক নানা ছবি। তবে উৎসব কমিটির তরফ থেকে দাবি করা হয়, এমন শিল্পীদের যোগ্য সন্মান দিক প্রশাসন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এলাকাবাসীরাও এখন চাইছেন দীর্ঘদিন ঝকঝকে থাকুক গাছের গায়ে সঞ্জয় সরকারের এই শিল্প সৃষ্টি, বেঁচে থাকুক প্রাণ।
Rudra Nrayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 22, 2024 5:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: গাছে ফুটে উঠছে থ্রিডি ছবি, পরিবেশ রক্ষায় অভিনব ভাবনা বানিপুরের শিল্পীর