Maoist Leader PhD Admission: পিএইচডি করতে আর রইল না বাধা! প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দামকে বিশেষ প্যারোল, পাঠানো হল বর্ধমান জেলে
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
পাশাপাশি, বিশ্ববিদ্যালয় হুগলি সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে আরও জানতে চান, এ বিষয়ে কারা দফতরের ঊর্ধ্বতন কতৃপক্ষের অনুমতি আছে কি না? বিশ্ববিদ্যালয়ের তরফে জানতে দু’টি মেল করা হয় হুগলি সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে।
দক্ষিণবঙ্গ: কথাবার্তা আলোচনা চলছিল ক’দিন ধরেই৷ অবশেষে নেওয়া হল সিদ্ধান্ত৷ পিএইচডি প্রক্রিয়ায় পড়াশোনার সুবিধার জন্য জেলবন্দি প্রাক্তন মাওবাদী নেতা অর্ণম দামকে হুগলি জেল থেকে স্থানান্তরিত করা হল বর্ধমান জেলে। জানা গিয়েছে, আগামী সোমবার তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যাবেন পিএইচি-তে ভর্তির জন্য। সেই কারণে সোমবারের জন্য তাঁর প্রয়োজনীয় অন্তর্বর্তী প্যারোল মঞ্জুর করেছেন এডিজি কারা।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের পিএইচডি-র প্রবেশিকা পরীক্ষায় প্রথম হন অর্ণব দাম। তারপরে কাউন্সেলিংয়ের দিন ঘোষণাও করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ যদিও পরে আশ্চর্যজনকভাবে তা স্থগিত করে দেওয়া হয়৷ জল্পনা শুরু হয়, তবে কি অর্ণব দামের জন্যই কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে? রাজ্যজুড়ে শুরু হয় জল্পনা৷
আরও পড়ুন: মমতার ধমকের পরে হল কি কাজ? কতটা কমলো আলু-বেগুন-পটলের দাম? এক নজরে দেখে নিন বাজারদর
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তিকালীন উপাচার্য গৌতম চন্দ্র জানান, অর্ণব যেহেতু সংশোধনাগারে বন্দি সেহেতু সংশেধনাগার কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে অফলাইন কোর্স ওয়ার্ক তিনি কীভাবে করবেন? তাঁর নিরাপত্তার কী ব্যবস্থা হবে? কারণ, বিশ্ববিদ্যালয়ের পক্ষে সেই নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।
advertisement
advertisement
পাশাপাশি, বিশ্ববিদ্যালয় হুগলি সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে আরও জানতে চান, এ বিষয়ে কারা দফতরের ঊর্ধ্বতন কতৃপক্ষের অনুমতি আছে কি না? বিশ্ববিদ্যালয়ের তরফে জানতে দু’টি মেল করা হয় হুগলি সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে।
আরও পড়ুন: ইসলামপুরে শ্য়ুটআউট! চুলের মুঠি ধরে বসিয়ে সামনে থেকে তৃণমূল নেতাকে পর পর গুলি, নেপথ্যে কী কারণ?
উপাচার্য গৌতম চন্দ্র জানিয়েছিলেন, চিঠির উত্তর পাওয়ার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ জানিয়েছিল, অর্ণবের পিএইচডির জন্য তাঁরা খুবই আন্তরিক। তাঁদের দিক থেকে কোনও বাধা নেই।
advertisement
তারপর শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আগামী সোমবার ইতিহাসে পিএইচডি ভর্তির কাউন্সেলিং-এর ডেট জানিয়ে নোটিফিকেশন জারি করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রসঙ্গত, অর্ণব যাতে পিএইচডি করতে পারেন, তা নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীর সঙ্গে কারামন্ত্রীর দীর্ঘক্ষণের বৈঠক হয় বলে জানা গিয়েছে। প্রয়োজনে অর্ণব দামকে হুগলি সংশেধনাগার থেকে বর্ধমান কেন্দ্রীয় সংশেধনাগারে স্থানান্তরিত করার কথাও ভাবা হচ্ছিল।
advertisement
কারামন্ত্রী অখিল জানিয়ে দেন, তাঁদের এ বিষয়ে কোনও আপত্তি নেই।
সেই মতো সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয় হতে পারে কাউন্সেলিং।
তাই রবিবার দুপুরে হুগলি জেল থেকে বর্ধমান জেলে পাঠিয়ে দেওয়া হয় অর্ণব দামকে। আপাতত বর্ধমান জেলই হবে তাঁর ঠিকানা।
শিলদা কাণ্ডে অভিযুক্ত অর্ণব দামের যাবজ্জীবন সাজা হওয়ার পর হুগলি জেলে বন্দি ছিলেন।
advertisement
আবির ঘোষাল, সোমনাথ ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 14, 2024 1:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Maoist Leader PhD Admission: পিএইচডি করতে আর রইল না বাধা! প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দামকে বিশেষ প্যারোল, পাঠানো হল বর্ধমান জেলে