Purba Bardhaman: গাড়িতে আগ্নেয়াস্ত্র, বাড়িতে বোমা, কোথা থেকে এলো এতো কিছু!

Last Updated:

Purba Bardhaman: আগ্নেয়াস্ত্র ও বোমা সহ বর্ধমানে গ্রেফতার এক।

 Arms and explosive recovered from Purba Bardhaman one arrested
Arms and explosive recovered from Purba Bardhaman one arrested
#বর্ধমান : একটি চারচাকা গাড়ি থেকে ধৃতকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে বর্ধমান (Purba Bardhaman) থানা পুলিশ। এতো বোমা ও আগ্নেয়াস্ত্র ওই ব্যক্তি কেন মজুত করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ (Police)।ঘটনাকে কেন্দ্র করে বর্ধমান (Purba Bardhaman) শহরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ (Police) বর্ধমান (Purba Bardhaman ) শহরের নবাবহাট এলাকায় হানা দেয়। এর পরেই ওই ব্যক্তি দুটি আগ্নেয় অস্ত্র (arms and explosive)  সহ পুলিশের হাতে ধরা পড়ে । ধৃত ব্যক্তির কাছ থেকে একটি 8 MM পিস্তল ও একটি ওয়ান সর্টার গান বাজেয়াপ্ত করা হয়েছে। একটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।
advertisement
advertisement
ধৃত ব্যক্তির নাম প্রভাত চন্দ্র। তার বাড়ি বর্ধমানের আমবাগান রেল কোয়ার্টার এলাকায়। পুলিশ ধৃতকে আরও জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি থেকে নয়টি তাজা বোমা (arms and explosive) উদ্ধার করে। ধৃতকে সাতদিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে পেশ করে বর্ধমান থানার পুলিশ।
advertisement
পূর্ব বর্ধমান জেলা পুলিশের এক পদস্থ আধিকারিক  বলেন, বর্ধমান থানার পুলিশ কাছে গোপন সূত্রে খবর ছিল নবাবহাট এলাকায় এক ব্যক্তি রয়েছে যার কাছে আগ্নেয়াস্ত্র আছে। পুলিশের বিশেষ টিম সেই ব্যক্তি কে ধরে ফেলে। তার কাছ থেকে দুটি বন্দুক উদ্ধারের পাশাপাশি ধৃতের বাড়ি থেকেও নয়টি বোমা পাওয়া যায়।
advertisement
এই ব্যক্তির কাছে এতো পরিমান অস্ত্র ও বোমা (arms and explosive) কোথা থেকে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। সে কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল কি না জানতে তাকে সাতদিনের পুলিশি হেফাজত চেয়ে আবেদন জানানো হয়েছে বর্ধমান জেলা আদালতে। বোমগুলি নিষ্ক্রিয় করতে বোম স্কোয়ার্ড খবর দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, সোর্স মারফত নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছিল। ওই ব্যক্তি কোনও অপরাধ সংঘটিত করার জন্য এই বোমা ও আগ্নেয়াস্ত্র মজুত করেছিল বলে মনে করা হচ্ছে। আবার এই সব বোমা আগ্নেয়াস্ত্র অন্যত্র পাচারের পরিকল্পনাও থেকে থাকতে পারে। তাই তদন্তে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। ওই ব্যক্তি বোমা, আগ্নেয়াস্ত্র কোথা থেকে মজুত করেছিল তা জানার জন্য হেফাজতে নিয়ে ধৃতকে বিস্তারিত জিজ্ঞাসা বাদ করা হবে। মোবাইল ফোন খতিয়ে দেখে তার সঙ্গে কার কার যোগাযোগ ছিল তা জানার চেষ্টা চালানো হচ্ছে।
advertisement
বিজেপির অভিযোগ, ধৃত দুষ্কৃতী শাসক দল তৃণমূল ঘনিষ্ঠ। পুর ভোট আসন্ন। এখানে সন্ত্রাসের পরিবেশ তৈরির জন্য এই বোমা আগ্নেয়াস্ত্র আমদানি করা হচ্ছে। শান্তির পরিবেশ বজায় রাখতে পুলিশের উচিত ধারাবাহিক অভিযান চালিয়ে সব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা। শাসক দল তৃণমূল কংগ্রেসের বক্তব্য, বিজেপির অভিযোগ ভিত্তিহীন। এর সঙ্গে তৃনমূলের কোনও সম্পর্ক নেই।
Saradindu Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman: গাড়িতে আগ্নেয়াস্ত্র, বাড়িতে বোমা, কোথা থেকে এলো এতো কিছু!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement