Holi 2024: অবলাদের দূরে রেখেই মাতুন রংয়ের উৎসবে, সংযত না হলে পড়তে পারেন বিপদে

Last Updated:

রংয়ের উৎসবে একে অপরকে রাঙিয়ে দেওয়ার পাশাপাশি রাস্তায় থাকা সারমেয়দেরও রং মাখিয়ে দিতে দেখ যায়। সে ক্ষেত্রে সংযত না হলে পড়তে পারেন বিপদে। এমন কি যেতে হতে পারে শ্রীঘরেও।

+
পথ

পথ কুকুর

উত্তর ২৪ পরগনা: রঙের উৎসবে মেতে ওঠার বাকি আর মাত্র কয়েক ঘন্টা। ইতিমধ্যেই নানা প্রান্তে শুরু হয়েছে বসন্ত উৎসব পালন। তবে রংয়ের উৎসবে একে অপরকে রাঙিয়ে দেওয়ার পাশাপাশি অনেক জায়গায় দেখ যায় রাস্তায় থাকা সারমেয়দেরও রং মাখিয়ে দিতে। সে ক্ষেত্রে সংযত না হলে পড়তে পারেন বিপদে। এমন কি যেতে হতে পারে শ্রীঘরেও। দোল ও হোলি উৎসবের আগে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সচেতনতা প্রচারে নেমেছেন বিভিন্ন পশু প্রেমী সংগঠন। প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালস অ্যাক্টে ওই ব্যক্তির সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত কারাবাসও হতে পারে বলেও জানা গিয়েছে। তাই রংয়ের আনন্দে মাতুন নিজেরা, পোষ্যদের গায়ের রং মাখিয়ে অবলা প্রাণীদের কে বিপদে না ফেলার পরামর্শ দিচ্ছেন পশু প্রেমিরা। এই রং এর কারনে বহু ক্ষেত্রে ক্ষতি হতে পারে সারমেয়দের। এমনকি প্রাণহানির ঘটনাও ঘটতে পারে।
বিশেষজ্ঞদের দাবি, পথকুকুরদের কেউ স্নান করিয়ে দেয় না। ফলে তারা নিজেকে পরিষ্কার রাখার জন্য জিভের সাহায্য নেয়৷ স্বাভাবিকভাবেই গায়ে রং লাগা অবস্থায় জিভ দিয়ে চাটলে সারমেয়দের শরীরে বিভিন্ন রাসায়নিক প্রবেশ করে৷ তার ফলে কুকুরদের পেটের সমস্যা তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা৷ থাকে। এছাড়াও রঙে ব্যবহৃত রাসায়নিকের মাধ্যমে অনেক সময়ই দেখা যায় ত্বকের সমস্যাও৷ উঠে যায় গায়ের লোম৷ শুধু তাই নয়, ছোট ছোট শারীরিক সমস্যার পাশাপাশি মৃত্যু পর্যন্ত হতে পারে সারমেয়র বলেই জানাচ্ছেন পশু চিকিৎসকরা৷ তাই পশুপ্রেমীরা এখন আর্জি জানাচ্ছেন রাস্তার কুকুর , বিড়াল গরু বা অন্যান্য পশুদের গায়ে যাতে রঙ না দেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
অবলা প্রাণীদের হেনস্থা না করেই চলুক রঙের উৎসব উদযাপন।
Rudra Nrayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Holi 2024: অবলাদের দূরে রেখেই মাতুন রংয়ের উৎসবে, সংযত না হলে পড়তে পারেন বিপদে
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement