Durga Puja 2024: দুর্গাপুজোয় বড় বরাত পেল শিল্পীরা, দেখুন

Last Updated:

Durga Puja 2024:দুর্গাপুজোয় মন্ডপ সাজানোর জন্য বাঁশের ঝুড়ি তৈরির বিপুল পরিমাণে অর্ডার পেয়েছে ঝাড়গ্রামের বাঁশের কাজের সঙ্গে যুক্ত ঝুড়ি শিল্পী। দিবা রাত্রি এক করে চলছে ঝুড়ি তৈরির কাজ।

+
চলছে

চলছে বাঁশের ঝুড়ি তৈরির কাজ

ঝাড়গ্রাম : দুর্গা পুজোয় উদ্যোক্তাদের মধ্যে নিজের পুজোকে সেরার সেরা করে তোলার জন্য তীব্র প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। কোনও পুজোমণ্ডপ আধুনিকতায় সাজিয়ে তোলে , কেউ আবার পুরানো ঐতিহ্যকে বজায় রেখে গ্রাম বাংলার পরিবেশকে তুলে ধরেই হতে চায়সেরা। বাঁশের তৈরি নানা সামগ্রী দিয়ে মন্ডপ সাজিয়ে সমাজকে পরিবেশবান্ধবের বার্তাও দিতে চায় অনেক মন্ডপ। আর সেই মন্ডপ সাজানোর বাঁশের তৈরি ঝুড়ির বিপুল পরিমাণের অর্ডার পেয়ে পুজোর আগে খুশির হাওয়া বাঁশের কাজের সঙ্গে যুক্ত শিল্পীদের পরিবারে। দিবারাত্রি এক করে জোর কদমে চলছে বাঁশ কেটে ঝুড়ি তৈরির কাজ।
ঝাড়গ্রাম জেলার সাপধরা গ্রাম পঞ্চায়েতের সত্যারডিহি গ্রামে গেলেই চোখে পড়বে সিংহভাগ বাড়িতেই চলছে বাঁশ দিয়ে ঝুড়ি তৈরির কাজ। তারা জানিয়েছেন, ঝাড়গ্রাম শহরের একটি পুজো মণ্ডপ এবার ঝুড়ি দিয়ে সাজিয়ে তুলতে চলেছে তাদের মন্ডপ। সেই ঝুড়ি তৈরির অর্ডার দেওয়া হয়েছে সত্যারডিহি গ্রামের একাধিক ঝুড়ি শিল্পীকে। বাঁশ কিনে এনে সেই বাঁশ কেটে প্রথমে তৈরি করা হয় পাতলা পাতলা বাঁশের পাতি। তারপর সে দিয়েই নিজেদের হাতের জাদুতে তৈরি করা হচ্ছে বাঁশের ঝুড়ি। তারা জানিয়েছেন, একটি বাঁশ ১০০ টাকা দিয়ে কিনে নিয়ে আসার পর তা দিয়ে তৈরি করা হয় ঝুড়ি। এক এক জন শিল্পী ৫০ টা করে ঝুড়ি তৈরি করার বরাত পেয়েছেন।
advertisement
advertisement
বাঁশ দিয়ে ঝুড়ি তৈরির এক শিল্পী অষ্টমী মির্ধা বলেন, আমরা সারা বছরই বাঁশ দিয়ে ঝুড়ি,কুলো তৈরি করে থাকি। গ্রামে ও ঝাড়গ্রাম বাজারে ভালই বিক্রি হয় এই বাঁশের ঝুড়ি ও কুলোর। মাঝে মধ্যে মহাজন এসে বাড়ি থেকেও কিনে নিয়ে যায়। কিন্তু পুজোর সময় আমরা বাঁশের কাজের ভালো অর্ডার পাই। কারণ মন্ডপ সাজানোর জন্য অনেক পুজা মণ্ডপ বাঁশের ঝুড়ি, কুলো দিয়ে মন্ডপ সাজাতে চায়। এই বছরও ভালো অর্ডার পেয়েছি। দিন রাত এক করে কাজ করা হচ্ছে।
advertisement
দুর্গা পুজোকে কেন্দ্র করে সকলেই যেমন আনন্দে মেতে উঠে ঠিক সেই রকম বহু পেশার মানুষ কাজেরও সুযোগ পায়। ফলে তাদের পরিবারেও দেখা যায় উৎসবের আলো।
বুদ্ধদেব বেরা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: দুর্গাপুজোয় বড় বরাত পেল শিল্পীরা, দেখুন
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement