Jhargram News: প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এআই টেকনোলজি!

Last Updated:

প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের এখন থেকেই এআই টেকনোলজির সঙ্গে পরিচয় ঘটানোর চেষ্টা

+
প্রাথমিক

প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার থিম এআই টেকনোলজি

ঝাড়গ্রাম: বর্তমান সময়ে রাজত্ব করতে চলেছে এআই টেকনোলজি। শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে শিল্প সমস্ত স্তরেই রাজত্ব দেখা যাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর সাহায্যে মুহূর্তের মধ্যে যেকোনো কাজ করা সম্ভব হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এআই টেকনোলজিকে শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশ দিয়েছেন। পাঠ্যপুস্তকের মধ্যেও অন্তর্ভুক্ত করনের নির্দেশ দিয়েছেন তিনি।
এবার প্রাথমিক স্তরের শিশুদের সঙ্গে এআই টেকনোলজির পরিচয় ঘটানোর জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দেখা গেল এক অভিনব উদ্যোগ। ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আয়োজিত ঝাড়গ্রাম জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এই বছর পঞ্চমতম বর্ষে পদার্পণ করেছে। ক্রীড়া প্রতিযোগিতার থিম রাখা হয়েছে শিক্ষার প্রসারে কৃত্রিম মেধা। মাঠের মধ্যে এআই টেকনোলজি থিম-এর মাধ্যমে তুলে ধরা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে রোবট থেকে শুরু করে মানুষ এআই টেকনোলজিকে ব্যবহার করে তার জীবনযাত্রাকে কত সহজ ও সরল করে তুলেছে। এখন থেকেই ছোট্ট ছোট্ট শিশুদের মধ্যে এআই টেকনোলজির ধারণা তৈরি করার জন্য এই ভাবনা বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঝাড়গ্রাম শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করা হয়। ঝাড়গ্রাম শহরের কেকেআই স্কুলের প্রাঙ্গণে দু’দিনের জন্য অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার প্রাথমিক বিদ্যালয়ের ১৮টি চক্রের মোট ৫৩২ জন প্রাথমিক, নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। দৌড়, যোগাসন, জিমনাস্টিক, হাই জাম্প, লং জাম্প সহ মোট ৩৪ টি খেলার রয়েছে পড়ুয়াদের জন্য।
advertisement
ঝাড়গ্রাম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জয়দীপ হোতা বলেন, “বর্তমান দিনে এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমস্ত কিছু দ্রুত ও সহজভাবে করা সম্ভব হচ্ছে। তাই শিক্ষা ক্ষেত্রে ইআই টেকনোলজি ব্যবহৃত হতে চলেছে। ছাত্র-ছাত্রীদের সঙ্গে এআই টেকনোলজির পরিচয় ঘটানোর জন্য এই বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এআই টেকনোলজি উপর নির্ভর করে নাম দেওয়া হয়েছে শিক্ষার প্রসারে কৃত্রিম মেধা”। আগামী ভবিষ্যতে এআই টেকনোলজি কতটা মানুষের জীবনে গুরুত্ব রাখতে পারে সেই বিষয়কে সামনে রেখেই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের কাছে তুলে ধরল প্রাথমিক শিক্ষা সংসদ।
advertisement
বুদ্ধদেব বেরা 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এআই টেকনোলজি!
Next Article
advertisement
SSC: পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
  • পুরনো স্কুল শিক্ষকতায় ফিরতে চলেছেন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। আগামী ১ নভেম্বর থেকে তাঁদের নবম ও দশম শ্রেণির শিক্ষকতায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

VIEW MORE
advertisement
advertisement