Baidyabati House Collapse: গার্ডেনরিচের পর বৈদ্যবাটি! জি টি রোডের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গোটা বাড়ি
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:RAHI HALDAR
Last Updated:
Hooghly News : স্থানীয় সূত্রে জানা গেছে বৈদ্যবাটি চৌমাথায় জিটি রোডের ওপর একটি পুরোনো বাড়ি ভাঙার কাজ চলছিল কয়েকদিন ধরে। আজ দুপুরে সেই বাড়ি ভাঙার কাজ চলছিল।
হুগলি: গার্ডেনরিচের ঘটনা এখনো দগ দগে এরই মধ্যে বৈদ্যবাটিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি পুরোনো বাড়ি। আহত বাড়ি ভাঙার কাজে নিযুক্ত দুই শ্রমিক। ঘটনাটি হুগলির জি টি রোডের উপর বৈদ্যবাটি চৌমাথায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে বৈদ্যবাটি চৌমাথায় জিটি রোডের ওপর একটি পুরোনো বাড়ি ভাঙার কাজ চলছিল কয়েকদিন ধরে। আজ দুপুরে সেই বাড়ি ভাঙার কাজ চলছিল। হঠাৎই জিটি রোডের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটির একাংশ। কর্মরত ২ জন শ্রমিক আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছাড়া এলাকায়।
advertisement
আরও পড়ুনIndian Railways: বিরাট উপহার রেলের! এবার সরাসরি দিল্লি যাওয়ার ট্রেন মিলবে বাংলার এই জেলা থেকে
স্থানীয়রা জানান, একটুর জন্য বড়সর দুর্ঘটনা ঘটতে পারত। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শ্রীরামপুর থানার পুলিশ। ঠিকাদার সহ তিনজন জনকে আটক করে শেওরাফুলী ফাঁড়ির পুলিশ। কোনরকম নিরাপত্তার ব্যবস্থা ছাড়াই চলছিল ভাঙার কাজ।বাড়ি ভাঙা হলে সাধারণত রাস্তার দিকে নেট বা চট দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে পথচারীদের দুর্ঘটনা না ঘটে। বাড়িটি অনুমতি নিয়ে ভাঙা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
advertisement
বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো বলেন,বাড়ি ভাঙার অনুমতি ছিল কিনা সেটা দেখতে হবে। অনুমতি দেওয়া থাকলেও সমস্ত কিছু নিরাপত্তা ব্যবস্থা করে তবেই ভাঙার কথা। যদি তা না হয়ে থাকে ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হব।
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 19, 2024 4:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Baidyabati House Collapse: গার্ডেনরিচের পর বৈদ্যবাটি! জি টি রোডের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গোটা বাড়ি