South 24 Parganas News: গঙ্গাসাগরে নেদারল্যান্ডের বিশেষজ্ঞরা! নদীবাঁধ ভাঙন ঠেকাতে বড় পদক্ষেপ, জেনে নিন পরের প্ল্যান

Last Updated:

South 24 Parganas News: গঙ্গাসাগরের নদীবাঁধ সমস্যার সমাধান কীভাবে হবে উঠল প্রশ্ন। দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা হলেও কাজ হয়নি সেভাবে।

+
ভাঙছে

ভাঙছে সমুদ্রের পাড়

দক্ষিণ ২৪ পরগনা: গঙ্গাসাগরের নদীবাঁধ সমস্যার সমাধান কীভাবে হবে উঠল প্রশ্ন। দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা হলেও কাজ হয়নি সেভাবে। এবার সমস্যার স্থায়ী সমাধান চেয়েছেন সকলে।
সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের ভাঙন প্রবণ এলাকাগুলি ঘুরে দেখেছেন নেদারল্যান্ড থেকে আসা বিশেষজ্ঞরা। তাঁদের সঙ্গে ছিলেন সেচ দফতরের আধিকারিকরা। জানা গিয়েছে, গঙ্গাসাগরের সমুদ্র সৈকত ঘুরে তাঁরা একটি তালিকা তৈরি করেছেন। এছাড়াও সমুদ্রের গতিপ্রকৃতি নিয়ে সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। এরপরই তাঁরা ফিরে যান।
advertisement
advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিশেষজ্ঞরা নিজেদের মধ্যে আলোচনার পর সেচ দফতরের কাছে একটি প্রস্তাব জমা দেবেন। উত্তাল সমুদ্রের কারণে ক্রমশ ভাঙছে গঙ্গাসাগরের সমুদ্র বাঁধ। বিশেষত কপিলমুনি মন্দিরের সামনের অংশজুড়ে ভাঙন সবচেয়ে বেশি। সেই এলাকাগুলি এদিন বিশেষজ্ঞরা ঘুরে দেখেন। এছাড়াও সাগরের অন্যান্য ভাঙন প্রবণ এলাকাগুলিও ঘুরে দেখেন তাঁরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
যদিও স্থানীয়দের দাবি এর আগেও একাধিকবার এমন কাজ করা হয়েছে কিন্তু সমস্যার আর সমাধান হয়নি। এই সমস্যার সমাধানের জন্য কংক্রিটের নদীবাঁধ ও স্থায়ী পরিকল্পনা গ্রহণ করতে হবে বলে দাবি তাদের।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: গঙ্গাসাগরে নেদারল্যান্ডের বিশেষজ্ঞরা! নদীবাঁধ ভাঙন ঠেকাতে বড় পদক্ষেপ, জেনে নিন পরের প্ল্যান
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement