Accident: মায়ের কোল থেকে ছিটকে পড়ে লরির চাকায় পিষ্ট দুই বছরের অনিমেষ, শোকস্তব্ধ মঙ্গলকোট
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Accident: এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল দুই বছরের এক শিশু। বুধবার রাতে মঙ্গলকোটের নতুনহাট হাসপাতালের কাছে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
মঙ্গলকোট, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল দুই বছরের এক শিশু। বুধবার রাতে মঙ্গলকোটের নতুনহাট হাসপাতালের কাছে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলকোটের বাগদিপাড়ার বাসিন্দা বিধান মাঝি তাঁর স্ত্রী ও দুই বছরের পুত্র অনিমেষ মাঝিকে নিয়ে বাইকে চেপে বাজার থেকে বাদশাহী রোড ধরে বাড়ি ফিরছিলেন।
আরও পড়ুনঃ সস্তার ফলেই পেটের রোগের দাওয়াই! কিউই বা অ্যাভোকাডো নয়—আসল ‘গাট হিলিং সুপারফুড’ হল পেয়ারা
রাত প্রায় সাড়ে আটটা নাগাদ নতুনহাট হাসপাতালের কাছাকাছি পৌঁছতেই পিছন দিক থেকে একটি লরি সজোরে ধাক্কা মারে বাইকটিকে। ধাক্কার জেরে সকলেই বাইক থেকে ছিটকে পড়েন। মায়ের কোলে থাকা ছোট্ট অনিমেষ ছিটকে পড়ে যায় রাস্তায়। মুহূর্তের মধ্যে পেছন থেকে আসা লরির সামনের চাকায় পিষ্ট হয়ে যায় সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।
advertisement
advertisement
তবে, আশ্চর্যজনকভাবে বিধান মাঝি ও তাঁর স্ত্রী অক্ষত থাকেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ক্ষুব্ধ হয়ে ঘাতক লরিটিকে আটক করেন এবং পুলিশে খবর দেন। ঢিল ছোঁড়া দূরত্বে থাকা মঙ্গলকোট থানা থেকে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও লরিটি আটক করে।আজ, বৃহস্পতিবার কাটোয়া মহকুমা হাসপাতালে শিশুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মাত্র দুই বছরের অনিমেষের অকাল মৃত্যুতে বাগদিপাড়া এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রতিবেশীরা বলেন, “অবিশ্বাস্য… এত ছোট্ট প্রাণটা চলে গেল, আমাদেরও খুবই কষ্ট হচ্ছে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 13, 2025 5:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: মায়ের কোল থেকে ছিটকে পড়ে লরির চাকায় পিষ্ট দুই বছরের অনিমেষ, শোকস্তব্ধ মঙ্গলকোট

