Student Accident: খেলতে খেলতে স্কুলের তিনতলা থেকে নিচে এসে পড়ল ছাত্রী! ভঙ্কর কাণ্ড

Last Updated:

বুধবার দুপুরে টিফিনের সময় রামপুরহাটের ওই বেসরকারি স্কুলের তিনতলায় পড়ুয়ারা খেলছিল। সেই সময় চতুর্থ শ্রেণির ওই ছাত্রী পা হড়কে কাঁচের জানালা ভেঙে উপর থেকে নিচে পড়ে যায়

+
রামপুরহাটের

রামপুরহাটের একটি বেসরকারি স্কুল

বীরভূম: ভয়ঙ্কর ঘটনা ঘটল রামপুরহাটের এক বেসরকারি স্কুলে। টিফিনের সময় স্কুলের ছাদ থেকে পড়ে গেল এক ছাত্রী। বছর দশকের গুরুতর জখম ওই ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা।
সূত্রের খবর, বুধবার দুপুরে টিফিনের সময় রামপুরহাটের ওই বেসরকারি স্কুলের তিনতলায় পড়ুয়ারা খেলছিল। সেই সময় চতুর্থ শ্রেণির ওই ছাত্রী পা হড়কে কাঁচের জানালা ভেঙে উপর থেকে নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের পরামর্শে বুধবার রাতেই তাকে কলকাতায় নিয়ে আসেন অভিভাবকরা। জানা গিয়েছে আহত ছাত্রীর বাড়ি নলহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, আহত ছাত্রীর মুখে গুরুতর আঘাত আছে। স্কুলের বারান্দায় কোন‌ও রেলিং না থাকাতেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিভাবকদের অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার অন্যান্য পড়ুয়াদের অভিভাবকরা স্কুলে এসে বিক্ষোভ দেখান। মোনালিসা রায় নামে এক অভিভাবক অভিযোগ করেন, গতকালের ওই ঘটনার পরেও স্কুল কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই। এই স্কুলে বাচ্চাদের কোনও নিরাপত্তা নেই। তিনি আরও বলেন, কয়েকদিন আগে একটি স্কুল বাস হসপিটাল মোড়ের কাছে দুর্ঘটনা ঘটিয়েছিল। তবুও সেই বাসের চালককে এখনও বদল করা হয়নি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই বেসরকারি স্কুলের পক্ষ থেকে রাহুল চট্টোপাধ্যায় বলেন, বিষয়টি আমরা দুর্ঘটনা হিসেবে দেখছি। ছাত্রীর সমস্তরকম স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। পরিবারের ইচ্ছানুসারে ছাত্রীটির আরও উন্নত চিকিৎসার জন্য কলকাতা পাঠানো হয়েছে। আমরা দ্রুত তাকে স্কুলে দেখতে চাই।
সৌভিক রায়
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Student Accident: খেলতে খেলতে স্কুলের তিনতলা থেকে নিচে এসে পড়ল ছাত্রী! ভঙ্কর কাণ্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement