'বাংলার মীরজাফরদের চিনে নিন', সাগরদিঘির মঞ্চ থেকে কার দিকে ইঙ্গিত অভিষেকের?

Last Updated:

ব্যানারের ছবিতে দেখা যায়, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে রয়েছেন সাগরদিঘি উপ নির্বাচনে কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস। এই ছবি দেখিয়ে অভিষেক অভিযোগ করেন, তৃণমূলকে হারাতে তলে তলে কংগ্রেসের সঙ্গে আঁতাঁত করেছে বিজেপি।

আজ সাগরদিঘীতে অভিষেক
আজ সাগরদিঘীতে অভিষেক
সাগরদিঘি: আগামী পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের সাগরদিঘি উপনির্বাচনকে ঘিরে সমস্ত প্রস্তুতি সেরে রাখতে চাইছে রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব লাগাতার প্রচার চালিয়েছেন সাগরদিঘিতে। আজ সেখানেই সভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। সভামঞ্চ থেকে গর্জে উঠতে দেখা গেল অভিষেককে৷ হুঙ্কার দিলেন, 'মেঘালয় বা ত্রিপুরা, যে কোনও একটা রাজ্য থেকে বিজেপিকে বিতাড়িত করব, এটা নিশ্চিত৷'
তাঁর কথায়, 'এই ভোট ২০২১- এর থেকেও এই ভোট অনেক গুরুত্বপূর্ণ৷ সিপিএম, বিজেপি,কংগ্রেসের অশুভ আঁতাত প্রকাশ্যে আসুক। বাংলার মীরজাফরদের চিনে নিন৷ এখানকার কংগ্রেসের প্রার্থী আসলে বিজেপির প্রার্থী৷ বাংলার টাকা কেনো কেন্দ্র বন্ধ করেছে, তা নিয়ে একদিনও অধীর চৌধুরী সংসদে প্রতিবাদ করেননি৷ একদিনও রাস্তায় নামেননি৷ কংগ্রেস যদি আগামী দিনে একটা অঞ্চল জেতে, তবে পরের দিনই বিজেপিতে যোগ দেবে৷'
advertisement
এদিন সভামঞ্চে কিছুক্ষণের জন্য একটি নাটকীয় মুহূর্ত গড়ে তোলেন অভিষেক। সাগরদিঘি উপ নির্বাচনে এবার তৃণমূল প্রার্থী করেছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে। এদিন বক্তৃতার মাঝেই দেবাশিসবাবু এবং স্থানীয় আরেক নেতাকে একটি ব্যানার খুলে ধরতে অনুরোধ করেন অভিষেক। ব্যানার খুলতেই প্রথম যেটা চোখে পড়ে, তা হল একটা ছবি।
advertisement
ব্যানারের ছবিতে দেখা যায়, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে রয়েছেন সাগরদিঘি উপ নির্বাচনে কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস। এই ছবি দেখিয়ে অভিষেক অভিযোগ করেন, তৃণমূলকে হারাতে তলে তলে কংগ্রেসের সঙ্গে আঁতাঁত করেছে বিজেপি।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'বাংলার মীরজাফরদের চিনে নিন', সাগরদিঘির মঞ্চ থেকে কার দিকে ইঙ্গিত অভিষেকের?
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement