Nadia News: নদিয়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু যুবকের, ঘটনার তদন্তে পুলিশ

Last Updated:

Nadia News: পরিবারের লোকজন উদ্ধার করে নিয়ে শক্তিনগর জেলা হাসপাতালে এলে তার কিছু সময় বাদেই তাঁর মৃত্যু হয়

বোমা বিস্ফোরণের মৃত্যু সামিরুল শেখের
বোমা বিস্ফোরণের মৃত্যু সামিরুল শেখের
নদিয়া: নদিয়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক যুবকের, ঘটনায় চাঞ্চল্য, তদন্তে শান্তিপুর থানার পুলিশ। চাষের জমিতে বোমা বিস্ফোরণ হয়ে মৃত্যু হলো এক যুবকের। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার গয়েশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মেদিয়াপাড়া টেঙ্গরি ডাঙ্গা গ্রামে।
মৃত যুবকের নাম সামিরুল শেখ, বয়স ২১ বছর। পারিবারিক সূত্রে খবর, আজ সকাল আটটা নাগাদ বাড়ি থেকে মাছ ধরার নাম করে বার হন সামিরুল। তার কিছু সময় বাদে বোমা ফাটার আওয়াজ পায় পরিবারের লোকজন। এরপরেই বাড়িতে খবর আসে বোমা ফেটে গুরুতর জখম হন সামিরুল।
advertisement
পরিবারের লোকজন সেখান থেকে উদ্ধার করে নিয়ে শক্তিনগর জেলা হাসপাতালে এলে তার কিছু সময় বাদেই তার মৃত্যু হয়। ঘটনার খবর জানানো হয় শান্তিপুর থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। সামিরুল ভিন রাজ্যে সোনার দোকানে কাজ করত বলে পরিবার সূত্রে জানা গেছে। তবে কোনও রাজনৈতিক দলের সঙ্গে সামিরুল যুক্ত আছে কিনা সেই বিষয়টি অস্বীকার করেছে তার পরিবারের লোকজন।
advertisement
এই ঘটনায় আরও কোনও ব্যক্তি জখম কিংবা কারা-কারা এর সঙ্গে যুক্ত রয়েছে তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। যদিও সামিরুলের মৃত্যুর ঘটনার পরেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, হাসপাতালেই কান্নায় ভেঙে পড়ে সামিরুলের পরিবার। অন্য দিকে এই বোমা বিস্ফোরণের ঘটনার কী রহস্য লুকিয়ে রয়েছে তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে পরিবার। স্বাভাবিকভাবে এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: নদিয়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু যুবকের, ঘটনার তদন্তে পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement