West Bardhaman News : মৃত্যু হয়েছে বোনের, দু'বছর খোঁজ নেই ভাগ্নেভাগ্নির! সাইকেল নিয়ে রাজভবনে যুবক

Last Updated:

দুর্গাপুর এবিএল টাউনশিপ এলাকার বাসিন্দা প্রসেনজিৎ স্বর্ণকার। তাঁর বোন উমা দেবী। বিয়ে করেছিলেন বাড়ির অমতে। বিয়ে হয়েছিল দুর্গাপুরের অঙ্গদপুর এলাকার বাসিন্দা রফিক আলমের সঙ্গে। তারপর বছর দুয়েক আগে একদিন হঠাৎ করেই প্রতিবেশী মারফত বোনের মৃত্যু সংবাদ পান।

+
দুর্গাপুর

দুর্গাপুর থেকে রাজভবনের উদ্দেশ্যে যাত্রা প্রসেনজিৎ স্বর্ণকারের।

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : বছর দুয়েক আগে হঠাৎ করেই পেয়েছিলেন বোনের মৃত্যু সংবাদ। শ্বশুরবাড়ি এলাকা থেকে উদ্ধার হয়েছিল দেহ। তারপর থেকে খোঁজ নেই ভাগ্নে ভাগ্নির। কেটে গিয়েছে অনেকটা সময়। কিন্তু এখনও পরিস্থিতির কোনও বদল হয়নি। তাই সুবিচারের আশায় রাজ্যপালের কাছে গেলেন দুর্গাপুরের বাসিন্দা প্রসেনজিৎ স্বর্ণকার। দুর্গাপুর থেকে সাইকেল নিয়ে তিনি রাজভবনের উদ্দেশে যাত্রা করেছেন।
দুর্গাপুর এবিএল টাউনশিপ এলাকার বাসিন্দা প্রসেনজিৎ স্বর্ণকার। তাঁর বোন উমা দেবী। বিয়ে করেছিলেন বাড়ির অমতে। বিয়ে হয়েছিল দুর্গাপুরের অঙ্গদপুর এলাকার বাসিন্দা রফিক আলমের সঙ্গে। তারপর বছর দুয়েক আগে একদিন হঠাৎ করেই প্রতিবেশী মারফত বোনের মৃত্যু সংবাদ পান। খবর পেয়ে তাঁরা ভেঙে পড়েন। অন্যদিকে সেই সময় থেকে খোঁজ নেই তাদের ভাগ্নে-ভাগ্নির। তাই এমন পদক্ষেপ করলেন প্রসেনজিৎ বাবু।
advertisement
এবিএল টাউনশিপের বাড়ি থেকে রাজভবনের উদ্দেশে যাত্রা শুরু করেছেন তিনি। এই ঘটনা দেখে রীতিমতো চমকে গিয়েছেন শহরের মানুষ। প্রসেনজিৎ স্বর্ণকার ও তার বাড়ির সদস্যদের অনুমান, উমা দেবীকে খুন করা হয়েছে। বিষয়টি নিয়ে তিনি বিভিন্ন প্রশাসনিক দফতরে জানিয়েছেন। কিন্তু তারপরেও বিষয়টি নিয়ে খোলসা হয়নি। খোঁজ পাওয়া যায়নি বোনের ছোটছোট ছেলে মেয়ের। তাই তিনি সুবিচারের আশায় বেরিয়ে পড়েছেন রাজ্যপালের কাছে দ্বারস্থ হতে।
advertisement
advertisement
প্রসেনজিৎ বাবুর পরিবারের সদস্যরা বলছেন, তাঁরা চান উমা খাতুনের মৃত্যুর সঠিক কারণ সামনে আসুক। যদি খুন করা হয়ে থাকে, যেন তাঁদের উপযুক্ত কঠোর শাস্তি হয়। অন্যদিকে তাঁর ছেলেমেয়েকে যাতে সুস্থ অবস্থায় দ্রুত উদ্ধার করা যায়, সেই বিষয়টি দাবিও জানিয়েছেন তাঁরা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News : মৃত্যু হয়েছে বোনের, দু'বছর খোঁজ নেই ভাগ্নেভাগ্নির! সাইকেল নিয়ে রাজভবনে যুবক
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement