Birbhum News: দশ টাকার কয়েন দিয়ে লাখ টাকার বাইক! বীরভূমের যুবক গাড়ি কিনতে কী করলেন
- Published by:Uddalak B
- news18 bangla
- Reported by:SOUVIK ROY
Last Updated:
তিনি এই দশ টাকার কয়েনগুলি ধীরে ধীরে জমাতে শুরু করেন। ধীরে ধীরে এই কয়েন এর পরিমাণ বাড়তে শুরু করলে তিনি সেই দশ টাকার কয়েন দিয়ে গাড়ি কেনার সিদ্ধান্ত নেন।
বীরভূম: দশ টাকার কয়েন দিয়ে লাখ টাকার বাইক কিনে তাক লাগিয়ে দিলেন এক যুবক। গল্প হলেও ঘটনাটা একদম সত্যি। বীরভূমের মল্লারপুরে একটি মোটরবাইক শো-রুমে দশ টাকার কয়েন দিয়ে লাখ টাকার বাইক কিনে এক যুবক হতবাক করলেন সবাইকে।
ভারতের তামিলনাড়ুতে দশ টাকার কয়েন দিয়ে চার চাকা গাড়ি কিনে তাক লাগিয়ে দিয়েছিলেন এক যুবক। এ বার এ রাজ্যের বীরভূমের রামপুরহাট থানার চাঁদপাড়া গ্রামের এক লটারি বিক্রেতা দশ টাকার কয়েন দিয়ে মোটর বাইক কিনে অবাক করে দিলে সবাইকে। জানা গিয়েছে ওই লটারি বিক্রেতার নাম তাপস লেট। লটারি বিক্রেতা তাপস লেট জানান, প্রত্যেকদিন তার লটারির দোকানে কখনও দশ টাকার কয়েন, কখনওপাঁচ টাকার কয়েন জমা পড়ত বেশ কিছু। আর এই দশ টাকার কয়েন দেখেই তার মনের মধ্যে ইচ্ছা জাগে এই কয়েন দিয়েই তিনি একদিন বড় কিছু কিনবেন। আর এই কারণেই তিনি এই দশ টাকার কয়েনগুলি ধীরে ধীরে জমাতে শুরু করেন। ধীরে ধীরে এই কয়েন এর পরিমাণ বাড়তে শুরু করলে তিনি সেই দশ টাকার কয়েন দিয়ে গাড়ি কেনার সিদ্ধান্ত নেন।
advertisement
আরও পড়ুন:‘ওঁর মুখটা দেখেই শান্তি!’ সুড়ঙ্গ থেকে বেরিয়েই মায়ের সঙ্গে কথা, উত্তরকাশীতে উদ্ধার বাংলার ৩
এরপর তিনি হঠাৎই বীরভূমের মল্লারপুরের বাহিনা মোড়ের একটিশোরুমে উপস্থিত হন। তিনি ঝোলা ভর্তি করে দশ টাকার কয়েন নিয়ে মোটরবাইক শোরুমের ভেতরে হাজির হয়ে যান। সেই সময় ওই লটারি বিক্রেতার সঙ্গে ছিল তার এক আত্মীয়। আর পুরো ফিল্মি কায়দায় ঝোলা ভর্তি কয়েন দেখে রীতিমতো চমকে যান শো-রুমের মালিক-সহ অন্যান্য কর্মীরা।
advertisement
advertisement
ওই শোরুম এর ম্যানেজার জানান, যেহেতু কয়েনগুলোর সংখ্যা অনেকটাই এবং সেইগুলি গুনতে অনেকটাই সময় লেগে যাবে সেই কারণে তিনি প্রথমে এই টাকা নিতে অস্বীকার করেন।পরবর্তীকালে যেহেতু দশ টাকার কয়েন বৈধ সেহেতু তিনি টাকাগুলো নিতে রাজি হন এরপর সমস্ত কাগজপত্র করে ওই লটারি বিক্রেতার হাতে গাড়ির চাবি তুলে দেন।
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
November 29, 2023 1:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: দশ টাকার কয়েন দিয়ে লাখ টাকার বাইক! বীরভূমের যুবক গাড়ি কিনতে কী করলেন