Nadia News: মিষ্টির দোকান থেকে উধাও ৪০ হাজার টাকা, সিসিটিভি ফুটেজে ভাইরাল চোরের কীর্তি
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Sudip Paul
Last Updated:
Nadia News: দোকানের ড্রয়ার থেকে প্রায় ৪০ হাজার টাকা চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসতেই নড়েচড়ে বসেছে পুলিশ।
নদিয়া, মৈনাক দেবনাথ: বছরের প্রথম দিনেই শান্তিপুরে ফের চুরির ঘটনা, মিষ্টির দোকান থেকে উধাও ৪০ হাজার টাকা, সিসিটিভি ক্যামেরায় পড়ল ধরা। চাঞ্চল্য ছড়াল শান্তিপুর শহরে। এবার চুরি শহরের শ্যামবাজার এলাকার একটি প্রসিদ্ধ মিষ্টির দোকান। দোকানের ড্রয়ার থেকে প্রায় ৪০ হাজার টাকা চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসতেই নড়েচড়ে বসেছে পুলিশ।
সূত্রের খবর, মিষ্টির দোকানের মালিক দোকানের ড্রয়ারে প্রায় ৪০ হাজার টাকা রেখে দিয়েছিলেন। ওই টাকা কাউকে দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে ড্রয়ার খুলে তিনি দেখেন, টাকাগুলি আর সেখানে নেই। প্রথমে দোকানের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হলেও টাকার কোনও হদিস মেলেনি। এরপর দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।
advertisement
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত আনুমানিক আড়াইটে নাগাদ এক দুষ্কৃতী দোকানের ছাদ বেয়ে ভিতরে প্রবেশ করে। এরপর সে সোজা ড্রয়ারের দিকে গিয়ে টাকা নিয়ে দ্রুত দোকান ছেড়ে পালিয়ে যায়। গোটা ঘটনা কয়েক মিনিটের মধ্যেই ঘটে বলে জানা গিয়েছে। চোরের গতিবিধি ও পোশাক স্পষ্টভাবে ক্যামেরায় ধরা পড়েছে।
advertisement
advertisement
ঘটনার পরেই দোকান মালিক শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। বছরের শুরুতেই এই ধরনের চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষ। পুলিশের টহলদারি আরও জোরদার করার দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 02, 2026 6:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: মিষ্টির দোকান থেকে উধাও ৪০ হাজার টাকা, সিসিটিভি ফুটেজে ভাইরাল চোরের কীর্তি







