দুর্গাপুরে অভিজাত এলাকায় মধুচক্রে পুলিশের হানা, গ্রেফতার ৪ মহিলা

Last Updated:

দুর্গাপুরের বিধাননগরে মধুচক্রে হানা দিয়ে ৪ মহিলাকে গ্রেফতার করল নিউ টাউনসিপ থানার বিধাননগর ফাঁড়ির পুলিশ ।

#দুর্গাপুর: দুর্গাপুরের বিধাননগরে মধুচক্রে হানা দিয়ে ৪ মহিলাকে গ্রেফতার করল নিউ টাউনসিপ থানার বিধাননগর ফাঁড়ির পুলিশ । বৃহস্পতিবার রাতে বিধাননগরের একটি বাড়িতে গোপন সুত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ ।
কয়েকজন পুরুষ ও ৪ জন মহিলা সেই সময় ওই বাড়িতে উপস্থিত ছিল । পুরুষেরা পালিয়ে যেতে সফল হলেও মহিলারা ধরা পড়ে যায় । ধৃত মহিলাদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় ।
ঘটনাস্থলের দুটো বাড়ি পরেই বিধাননগর রেসিডেন্ট এ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হৃদয় সাঁইয়ের বাড়ি । হৃদয়বাবু জানান,‘দীর্ঘদিন ধরেই এলাকার মহিলারা অভিযোগ জানাচ্ছিলেন । বাড়িতে গানবাজনার স্কুল আছে, প্রচুর ছাত্র-ছাত্রী আসে । ফলে অস্বস্তিতে থাকতে হত, পুলিশকে জানান হয়েছিল ।’
advertisement
advertisement
তিনি আরও জানান , ‘ ওই বাড়ির মালিক দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী, ইস্পাত কলোনিতে থাকেন । বছরখানেক আগে স্বামী-স্ত্রী পরিচয়ে ২ জন বাড়ির একতলা ভাড়া নেয় । এলাকাবাসীদের অভিযোগ সম্পর্কে বাড়ির মালিককে ওয়াকিবহালও করা হয়েছিল । নীচের তলার ৩/৪ টে রুম মধুচক্র চালানর কাজে ব্যবহার হত ।’
সন্ধ্যে হলেই এই বাড়ির সামনে প্রতিদিন বিভিন্ন দামী গাড়ীর ভিড় লেগে থাকত । গতকালও বেশ কয়েকটি গাড়ী ছিল । পুলিশ হানা দেওয়ার মুহুর্তে তারা সবাই পালিয়ে যায় ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দুর্গাপুরে অভিজাত এলাকায় মধুচক্রে পুলিশের হানা, গ্রেফতার ৪ মহিলা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement