মরণফাঁদ পুরুলিয়ার মানবাজার! পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত তিন!
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
দুর্ঘটনায় পথের বলি তিন।সোমবার মানবাজার থানার রড়পুল গ্রামের অদূরে মানবাজার-পায়রাচালি রাজ্য সড়কের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক যুবকের মৃতদেহ উদ্ধার করল মানবাজার থানার পুলিশ।
শান্তনু দাস, পুরুলিয়া: পথ দুর্ঘটনা কমাতে পুরুলিয়া জেলা পুলিশ একাধিক পদক্ষেপ নিলেও পথ দুর্ঘটনা রোধ করা কোনও মতেই সম্ভব হচ্ছে না। পুরুলিয়ার মানবাজার মহকুমা এলাকায় পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। আর একই দিনে পর পর তিন জনের মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মানবাজার এলাকাজুড়ে।
জানা যায়, সোমবার মানবাজার থানার রড়পুল গ্রামের অদূরে মানবাজার-পায়রাচালি রাজ্য সড়কের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক যুবকের মৃতদেহ উদ্ধার করে মানবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবকের নাম বাসুদেব বাউরি (২৩)। বাড়ি মানবাজারের বাসুডি গ্রামে। পুলিশের প্রাথমিক অনুমান কোনও অজ্ঞাত পরিচয় গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে বাসুদেবের।
advertisement
advertisement
অন্যদিকে রবিবার রাত্রে পুঞ্চা থানার দামোদরপুর গ্রামে রাজ্য সড়কের উপর ট্রাক্টরের সঙ্গে বাইকের ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে ২৮ বছর বয়সী ঝাড়খন্ড রাজ্যের এক যুবকের। পুঞ্চা থানার পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই যুবকের নাম অশোক কুমার মাঝি। বাড়ি ঝাড়খন্ড রাজ্যের পূর্ব সিংঘভূমে।
advertisement
অপরদিকে মানবাজার থানার জবলা গ্রামে মানবজার-পুরুলিয়া রাজ্য সড়কের উপর অজ্ঞাত পরিচয় গাড়ির ধাক্কায় সোমবার মৃত্যু হল এক বৃদ্ধের। স্থানীয় পথ চলতি মানুষজনদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে ওই বৃদ্ধের রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে। মানবাজার থানার পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই বৃদ্ধের নাম বিশ্বনাথ মাহাতো, বাড়ি মানবাজারে। মানবাজার মহকুমা এলাকায় পৃথক পথ দুর্ঘটনায় তিন জনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 28, 2025 5:17 PM IST