• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • অসময়ে ডায়ারিয়া প্রকোপ হাওড়ায়, আক্রান্ত ২৫০

অসময়ে ডায়ারিয়া প্রকোপ হাওড়ায়, আক্রান্ত ২৫০

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সারা বছরই নোংরা জলের মধ্যেই তাঁদের কাটাতে হয়। গত এক মাসে বেড়েছে জল বাহিত রোগের প্রকোপ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সারা বছরই নোংরা জলের মধ্যেই তাঁদের কাটাতে হয়। গত এক মাসে বেড়েছে জল বাহিত রোগের প্রকোপ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সারা বছরই নোংরা জলের মধ্যেই তাঁদের কাটাতে হয়। গত এক মাসে বেড়েছে জল বাহিত রোগের প্রকোপ।

 • Share this:

  #হাওড়া: অসময়ে ডায়ারিয়ার প্রকোপ হাওড়ায়। আক্রান্ত পুরসভার এক থেকে চার নম্বর ওয়ার্ডের আড়াইশোর বেশি বাসিন্দা। এরমধ্যে গত দশদিনে হাসপাতালে ভরতি প্রায় দেড়শো জন। উদাসীন প্রশাসন, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। নজরে এসেছে, ব্যবস্থা নেওয়া হবে। আশ্বাস পুর কমিশনারের।

  ডান হাতে পুরসভার জল। বাঁ-হাতে দোকানের জল। রঙেই স্পষ্ট হচ্ছে পার্থক্য। উত্তর হাওড়া। চিরাচরিত ঘিঞ্জি এলাকা বলেই পরিচিত। ঘুসুড়ি, তালতলা, লস্করপাড়া, ভোটবাগান-সহ একাধিক এলাকা হাওড়া পুরসভার এক থেকে চার নম্বর ওয়ার্ডে মধ্যে পড়ে।

  স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সারা বছরই নোংরা জলের মধ্যেই তাঁদের কাটাতে হয়। গত এক মাসে বেড়েছে জল বাহিত রোগের প্রকোপ। ইতিমধ্যেই সত্যবালা আইডি হাসপাতালে ভরতি আড়াইশোর বেশি রোগী।

  ঘোলাটে জলে অতিষ্ট স্থানীয় বাসিন্দাদের জীবন। টাকা দিয়েই কিনতে হচ্ছে জল। সংশ্লিষ্ট ওই ওয়ার্ডে ডায়ারিয়া সংক্রমনের কথা স্বীকার করেছে প্রশাসন। ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুরকমিশনার ৷

  Published by:Dolon Chattopadhyay
  First published: