তুরস্ক থেকে বাড়ালেন সাহায্যের হাত, অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠালেন গোবরডাঙার ঘরের ছেলে
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
যোগা-র শিক্ষক হিসেবে দীর্ঘ ১৫ বছর ধরে তুরস্কের ইস্তাম্বুলে থাকেন। নাম রোমিও নাথ। নিজের জন্মস্থান গোবরডাঙার জন্য তিনিই বাড়িযে দিলেন সাহায্যের হাত ।
#গোবরডাঙা: চারিদিকে শুধু আতঙ্ক আর ভয়াবহতা। কারণ করোনার দ্বিতীয় ঢেউ ভয়ংকরভাবে আছড়ে পড়েছে গোটা দেশে তথা রাজ্যে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। কোথাও বেডের সমস্যা, আবার কোথাও অক্সিজেনের। আর এই অক্সিজেনের চাহিদা থেকে বাঁচাতে এগিয়ে এসেছে সরকার থেকে শুরু করে বিভিন্ন সংগঠন এবং সংস্থা। আবার অনেকে নিজেদের সাধ্যমত চেষ্টা করে চলেছে মানুষকে শেষ মুহূর্তে অক্সিজেনটুকু দেওয়ার। এমনই এক চিত্র ধরা পরল উত্তর ২৪ পরগনার গোবরডাঙা এলাকায়।
মায়ের নাম শেফালী নাথ। কিছুদিন আগে শ্বাসকষ্টের জন্য অক্সিজেনের প্রয়োজন পড়েছিল তাঁর, মেলেনি অক্সিজেন। তবে সুস্থ হয়ে উঠেছেন তিনি। শেফালী নাথের মেজো ছেলে থাকেন বিদেশে। যোগা-র শিক্ষক হিসেবে দীর্ঘ ১৫ বছর ধরে তুরস্কের ইস্তাম্বুলে থাকেন। নাম রোমিও নাথ। মায়ের এই অবস্থা তাঁকে বিচলিত করে। তাই তড়িঘড়ি পাঁচটা অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠান গোবরডাঙায়। শুধুমাত্র নিজের মায়ের জন্যই নয়, সমগ্র গোবরডাঙাবাসীর জন্য তিনি এই কনসেন্ট্রেটর পাঠান, যাতে কিছুটা হলেও অক্সিজেনের এই চাহিদা মিটতে পারে। এই পাঁচটা অক্সিজেন কনসেনট্রেটের মধ্যে চারটে গোবরডাঙা পৌরসভার চেয়ারম্যানের হাতে তুলে দেওয়া হয়েছে।
advertisement
বাবা শ্যামল নাথ আরপিএফ-এ কর্মরত ছিলেন । ১০ বছর আগে অবসর নিয়েছেন তিনি। তিন ছেলের মধ্যে বড় ছেলে দমদমে গাড়ির ব্যবসার সঙ্গে নিযুক্ত । ছোট ছেলে মুদির দোকানে কর্মরত। আর মেজো ছেলে থাকেন তুরস্কে । রোমিও-র এই অবদানে তাঁরা যথেষ্ট খুশি এবং ছেলের এই ছোট্ট প্রয়াসে যদি কিছুটা হলেও গোবরডাঙার মানুষের সমস্যার সমাধান হয় তাতেই সন্তুষ্ট রোমিওর বাবা-মা। আগামী দিনে পৌরসভার উদ্যোগে অক্সিজেন পার্লারের আয়োজন করা হবে বলে জানা গিয়েছে এবং এই কনসেন্ট্রেটরের মাধ্যমে মানুষকে পরিষেবা দেওয়ার কথাও জানিয়েছেন পৌরসভার চেয়ারম্যান।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 19, 2021 9:26 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
তুরস্ক থেকে বাড়ালেন সাহায্যের হাত, অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠালেন গোবরডাঙার ঘরের ছেলে