Bankura News: বাঁকুড়া শহরে বিরাট নিরাপত্তা! বসানো হল ১২৮ সিসিটিভি

Last Updated:

Bankura News: বাঁকুড়া সদর থানার অন্তর্গত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে লাগানো হল সিসিটিভি ক্যামেরা। জনস্বার্থে সুরক্ষার কথা ভেবে লাগানো হয়েছে এই ক্যামেরাগুলি। স্বাধীনতা দিবসের দিন ১২৮ টা সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করল বাঁকুড়া জেলা পুলিশ।

+
সিসিটিভি

সিসিটিভি ক্যামেরা

বাঁকুড়া: বাঁকুড়া সদর থানার অন্তর্গত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে লাগানো হল সিসিটিভি ক্যামেরা। জনস্বার্থে সুরক্ষার কথা ভেবে লাগানো হয়েছে এই ক্যামেরাগুলি। স্বাধীনতা দিবসের দিন ১২৮ টা সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করল বাঁকুড়া জেলা পুলিশ।
২০২৩ সালে লাগানো হয়েছিল ১৪০ টি ক্যামেরা। জেলা পুলিশ সূত্রে খবর, গত বছরে ক্যামেরা লাগানোর ফলে বিভিন্ন অপরাধমূলক কাজের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে সুবিধে হয়েছে। সেই কারণেই সুরক্ষার কথা মাথায় রেখে আবারও ২০২৪ সালে ১৫ আগস্ট উদ্বোধন করা হল১২৮ টি ক্যামেরার। গোটা শহর জুড়ে যতগুলো এন্ট্রি এবং এক্সিট রয়েছে ততগুলি জায়গাতে বসানো হয়েছে নতুন ক্যামেরা।
advertisement
শহর জুড়ে প্রায় ৫০টি জায়গায় বসান হয়েছে এই ক্যামেরাগুলি। বিশেষ করে টার্গেট করা হয়েছে স্পর্শকাতর জায়গাগুলিকে। সিসিটিভি লাগানহয়েছে হাসপাতাল সংলগ্ন এলাকাতেও। শুধুমাত্র হাসপাতাল চত্বরেই বসানো হয়েছে কুড়িটা সিসিটিভি। বাঁকুড়া এসপি বৈভব তিওয়ারি বলেন,”এই ক্যামেরা ব্যবহার করে আমরা অপরাধীদের সনাক্ত করতে পারব। এবং প্রযুক্তির সাহায্যে জন সুরক্ষা আরওনিশ্চিত হবে।”
advertisement
তবে আরজি কর কান্ডের প্রভাব পড়ল বাঁকুড়া শহরেও। চোখে আঙুল দিয়ে কলকাতার বুকে দেখা গেল সুরক্ষায় ছিদ্র, তাই জন্যই কি তড়িঘড়ি বাঁকুড়া শহরে নতুন করে বসানহল ১২৮ টি ক্যামেরা। উত্তরে পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন,”অনেকদিন ধরেই শহরের সুরক্ষা উন্নতি করার প্রচেষ্টা চলছে। তবে সাম্প্রতিক ঘটনাক্রম থেকে শিক্ষা নিয়েছে জেলা পুলিশ। এবং সেই মোতাবেক হাসপাতাল চত্তর এবং শহরের বিভিন্ন অংশে লাগানো হল সিসিটিভি। পুলিশ সুপার আরও বলেন যে এই সিসিটিভি ক্যামেরার প্রত্যক্ষ সাহায্যে প্রতাপ বাগানের খুনের ঘটনার বেশিরভাগটাই সমাধান করা হয়েছে।”
advertisement
তবে অনেক সময় দেখা যায় “চোর পালালে বুদ্ধি বাড়ে।” অপরাধমূলক কর্ম করার পর দেখা যায় সিসিটিভি কাজ করছে না। এসব ক্ষেত্রে কি করবে জেলা পুলিশ? উত্তর এসপি বলেন,”আমরা সব সময় ইমপ্রুভ করার চেষ্টা করব। কোনও কিছুই ১০০ শতাংশ পারফেক্ট নয়। প্রথমে অফিসে ঢুকেই আগে ক্যামেরাগুলি কাজ করছে কিনা সেটা খতিয়ে দেখা হয়েছে। আশা করি আগামী দিনে কোনও সমস্যা হবে না।”
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: বাঁকুড়া শহরে বিরাট নিরাপত্তা! বসানো হল ১২৮ সিসিটিভি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement