South 24 Parganas News: এ কি কাণ্ড! রাতের অন্ধকারে এলআইসি এজেন্টের বাইক পোড়ালো দুষ্কৃতীরা!

Last Updated:

কুলপিতে রাতের অন্ধকারে এলআইসি এজেন্টের বাইক পোড়ালো দুষ্কৃতীরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই এলআইসি এজেন্টের নাম বিকাশ হালদার। তবে ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

পোড়া বাইক
পোড়া বাইক
#কুলপি : কুলপিতে রাতের অন্ধকারে এলআইসি এজেন্টের বাইক পোড়ালো দুষ্কৃতীরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই এলআইসি এজেন্টের নাম বিকাশ হালদার। তবে ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। সূত্রের খবর কুলপির কেওড়াতলায় বাড়ি পেশায় এলআইসি এজেন্ট বাড়ির কাছেই একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন। সেই সুযোগে দুষ্কৃতীরা এসে তার বাড়ির বাইরে থাকা বাইক নিয়ে রাস্তার উপর এসে জ্বালিয়ে দেয়।
এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল‍্য ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় বাইকটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। দুষ্কৃতীরা এলাকায় একটি পান বরজেও আগুন লাগিয়ে দিয়েছে বলে জানা যাচ্ছে। ঠিক কেন এই ঘটনা ঘটল তা বলতে পারছেন না এলাকার কেউই। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ব‍্যাক্তিগত আক্রোশ থেকে কেউ এই কাজ করে থাকতে পারে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ বড়দিনের ছুটিতে ঘুরতে যাবেন নাকি! ঘুরে আসুন সুন্দরবন
এদিকে আগুন জ্বলার খবর শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নেভানোর কাজে হাত লাগান। যদিও এই ঘটনায় বাইকটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এ নিয়ে ওই এলআইসি এজেন্ট বিকাশ হালদার জানান ঘটনায় তিনি খুবই মর্মাহত। এভাবে প্রকাশ‍্যে দুষ্কৃতীরা এই কাজ করায় নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি। ঘটনায় খুবই আতঙ্কিত তিনি ও তার পরিবারের লোকজন। ঘটনার পর এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।
advertisement
advertisement
Nawab Mallick
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: এ কি কাণ্ড! রাতের অন্ধকারে এলআইসি এজেন্টের বাইক পোড়ালো দুষ্কৃতীরা!
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement