South 24 Parganas: মমতা প্রধানমন্ত্রী! ভবিষ্যৎবাণী কপিল মুনির আশ্রম প্রধান জ্ঞানদাস মোহান্তের
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
'মমতাকে প্রধানমন্ত্রী হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না', কপিল মুনির আশ্রম প্রধান জ্ঞানদাস মোহান্তের ভবিষ্যৎবাণী ঘিরে চর্চা শুরু রাজনৈতিক মহলে
রুদ্র নারায়ন রায়, দক্ষিণ ২৪ পরগনা: প্রতিবছর গঙ্গাসাগর (Gangasagar) মেলাকে কেন্দ্র করে লক্ষ্য লক্ষ্য পুণ্যার্থীর সমাগম ঘটে কপিল মুনির আশ্রমে। সাগরের জলে স্নান করে মন্দিরে (Temple) পুজো দেওয়ার জন্য পরে দীর্ঘ লাইন। পূর্ণ অর্জনের লক্ষ্যে দেশ-বিদেশ থেকে বহু ভক্ত ছুটে আসেন, বিভিন্ন প্রান্তের সাধু-সন্তরাও ভিড় জমান গঙ্গাসাগরে। গঙ্গাসাগর (Gangasagar) কপিল মুনির আশ্রম-এর প্রধান হিসেবে বেশ কয়েক বছর ধরে দায়িত্ব সামলাচ্ছেন জ্ঞানদাস মোহান্ত। তার একটু আশীর্বাদ পাওয়ার জন্য অপেক্ষা করে থাকতে হয় হাজার হাজার পূণ্যার্থীদের। তবে মঙ্গলবার করা তার একটি ভবিষ্যৎবাণী বর্তমানে খবরের শিরোনামে। যা কিনা বঙ্গের (West Bengal) রাজনৈতিক মহলেও চর্চার বিষয় হয়ে উঠেছে।
গঙ্গাসাগর (Gangasagar) মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে এবং প্রশাসনিক বৈঠকে তিনদিনের দক্ষিণ ২৪ পরগণা (South 24 Parganas) জেলা সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এদিন তিনি প্রথমে কপিলমুনির আশ্রমে পুজো দেন। ঘুরে দেখেন মন্দির (Temple) চত্বর। সঙ্গে ছিলেন আশ্রমের প্রধান জ্ঞানদাস মোহান্ত জি-ও। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'মমতাকে ২০২৪ সালে প্রধানমন্ত্রী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। অনেকে বলেছিল ও কোনওদিন মুখ্যমন্ত্রী হতে পারবে না। কিন্তু, যেভাবে নিন্দুকদের ভুল প্রমাণ করেছিলেন মমতা, তেমনভাবেই তিনি ঠিক প্রধানমন্ত্রীও হবেন।আমরা তাঁকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।'
advertisement
এমনকি জ্ঞানদাস মোহান্ত জির গলায় শোনা যায়, 'গঙ্গাসাগরকে সাজিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই রকমভাবে দেশকেও সাজান নেত্রী, এটাই চাই।' আশপাশের এলাকার মানুষজন থেকে শুরু করে প্রতিদিন আগত বহু পুণ্যার্থীরা বিশ্বাস করেন জ্ঞানদাস মোহান্ত জির ভবিষ্যৎবাণী কখনোই বিফলে যায়না। ফলে ২০২৪এ মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রধানমন্ত্রী হতে আর কেউ আটকাতে পারবেন না বলেই এক প্রকার আত্মবিশ্বাসের সুর শোনা গেল গঙ্গাসাগর এলাকার বাসিন্দারা থেকে পুণ্যার্থীদের গলায়।
advertisement
advertisement
গঙ্গাসাগর মেলা নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে মোহান্তজীর গলায় ক্ষোভ ঝরে পড়ে। তিনি বলেন, 'কথায় আছে – সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই মেলা কুম্ভ মেলার চেয়ে কোনও অংশে কম নয়। বারবার চিঠি লিখে অনুরোধ করা সত্ত্বেও গঙ্গাসাগরকে জাতীয় মেলা বলে ঘোষণা করেনি কেন্দ্র। মুখ্যমন্ত্রী নিজেও বহুবার চেষ্টা করেছেন।' তিনি এও বলেন, 'মমতা কেন্দ্রে না গেলে গঙ্গাসাগর জাতীয় মেলা হবে না।' বক্তব্য রাখতে গিয়ে মোহান্ত জি জানান, 'গঙ্গাসাগরে আপনারা আগেও এসেছেন। আগেও দেখেছেন মন্দির। আর এখন নিজেরাই দেখুন তফাৎটা। গঙ্গাসাগরে যত উন্নয়নের কাজ হয়েছে কুম্ভতে তার ন্যূনতমও হয়নি।' মেলায় যাতায়াতের ব্রিজ নিয়েও ক্ষোভ ঝড়ে পড়ে তাঁর গলায়। যা নিয়ে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, 'এই ব্রিজ করে দেওয়ার জন্য বারবার কেন্দ্রকে বলা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি। আমাদের টাকাপয়সা হলে ব্রীজ বানিয়ে দেব।' সব মিলিয়ে জেলা সফরের প্রথম দিনই কপিলমুনি আশ্রমের প্রধানের মুখে এমন ভবিষ্যৎ বাণী রাজনীতিতে গুরুত্বপূর্ণ তাৎপর্য রাখতে চলেছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।
view commentsLocation :
First Published :
December 29, 2021 10:09 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas: মমতা প্রধানমন্ত্রী! ভবিষ্যৎবাণী কপিল মুনির আশ্রম প্রধান জ্ঞানদাস মোহান্তের

