South 24 Parganas News : শুরু হল মকর সংক্রান্তির পুণ্যস্নান, ভিড় আছড়ে পড়ল সাগরে

Last Updated:

শনিবার সন্ধ্যা ৬.৫৩ মিনিট থেকে শুরু হয়েছে এই পুণ্যস্নান। সমস্ত রাত জুড়েই পুণ্যার্থীরা পুণ্যলাভের আশায় সাগরসঙ্গমে স্নান করেছেন।

+
মকরসংক্রান্তির

মকরসংক্রান্তির মাহেন্দ্রক্ষণ 

#গঙ্গাসাগর : শুরু হল মকরসংক্রান্তির পুণ্যস্নান। সেজন্য রাত বাড়তে না বাড়তেই ভিড় আছড়ে পড়ল সাগরে। শনিবার সন্ধ্যা ৬.৫৩ মিনিট থেকে শুরু হয়েছে এই পুণ্যস্নান। সমস্ত রাত জুড়েই পূণ্যার্থীরা পূণ্যলোভের আশায় সাগরসঙ্গমে স্নান করেছেন।
তবে এবছর রাতে এই স্নানযোগ থাকায় প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছিল। বারবার মাইকে ঘোষণা করা হচ্ছিল সতর্কবার্তা। বিশেষ করে ২ নং ঘাটটি বিপজ্জনক হওয়ায় সেখানে আসা পুণ্যার্থীদের অন্য ঘাটে স্নান করার পরামর্শ দেওয়া হয়েছিল।
advertisement
advertisement
এরসঙ্গে এই ঘাটে যাতে কোনও পুণ্যার্থী না নামতে পারে সেই দিকটি নিশ্চিত করা হয় প্রশাসনের পক্ষ থেকে। এরফলে অন্যান্য ঘাটগুলিতে পূণ্যার্থীদের ভিড় আছড়ে পড়ে। অন্যান্য ঘাটগুলিতে পর্যাপ্ত আলো এবং সিভিল ডিফেন্সের কর্মীরা মোতায়েন ছিল।
রাত ১২ টার পর থেকেই জোয়ারের জল বাড়তে শুরু করে। সেসময় এই লক্ষ লক্ষ পূণ্যার্থীর ভিড় নিয়ন্ত্রণ করাটাই চ্যালেঞ্জ ছিল প্রশাসনের কাছে। তবে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি ছড়াই সুষ্ঠভাবে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পেরেছে প্রশাসন, সেজন্য খুশি পুণ্যার্থীরাও।
advertisement
আরও পড়ুন Hooghly News: হুগলিতে বন্দেভারতে ছোঁড়া হল পাথর, জানলার কাঁচ চূড়মার
এবছর মেলার ভিড় প্রায় ৫০ লক্ষ ছাড়িয়েছে। এই ভিড় আরও বাড়তে পারে। এই বিপুল সংখ্যক মানুষ সশরীরে সাগরে এসেছেন। এছাড়াও প্রায় ৬০ লাখ মানুষ ই-স্নান করেছেন। করোনা পরবর্তী পরিস্থিতিতে এই মেলা প্রকৃত অর্থেই মহা মিলনমেলা হয়ে উঠেছে এবার।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : শুরু হল মকর সংক্রান্তির পুণ্যস্নান, ভিড় আছড়ে পড়ল সাগরে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement