South 24 Parganas: খাঁচায় বন্দি বাঘ, অবশেষে ঘুমপাড়ানি গুলি চালিয়েই মিলল সাফল্য

Last Updated:

ধরা পড়ল কুলতলির লোকালয়ে ঢুকে পড়া বাঘ, ছয় দিন পর ঘুমপাড়ানি গুলি চালিয়ে মিলল সাফল্য

ছয় দিন পর অবশেষে খাঁচাবন্দি রয়েল বেঙ্গল টাইগার
ছয় দিন পর অবশেষে খাঁচাবন্দি রয়েল বেঙ্গল টাইগার
রুদ্র নারায়ন রায়, দক্ষিণ ২৪ পরগনা: টানা ছয়দিনের মাথায় অবশেষে খাঁচা বন্দি করা গেল লোকালয়ে ঢুকে পড়া পূর্ণবয়স্ক রয়েল বেঙ্গল টাইগারটি (Royal Bengal Tiger) কে। টানা কয়েকদিন দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কুলতলির পিয়ালী নদীর আশপাশের এলাকায় বাঘের আতঙ্কে ঘুম উড়েছিল গ্রামবাসীদের। গরানকাটি, শেখপাড়া, কেল্লা এলাকার মানুষজনের দৈনন্দিন কাজকর্ম ভুলে কার্যত গৃহবন্দি হয়ে পড়েছিলেন। এলাকায় শোনা যাচ্ছিল বাঘের (Royal Bengal Tiger) গর্জন। মিলছিল বাঘের (Royal Bengal Tiger) পায়ের টাটকা ছাপ। বাঘ তাড়ানোর জন্য কুলতলির শেখপাড়ার বাসিন্দারা লাঠিসোঁটা নিয়েও পাহারা দিচ্ছিলেন জঙ্গলের মধ্যে। তার মধ্যেই, এক সময় খুব কাছে চলে আসে বাঘ। ভয়ে পালাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পা ভেঙেছে মোতালেব মোল্লা নামে এক যুবকের। আপাতত জামতলা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। গত চার দিনে ক্রমাগত স্থান পরিবর্তন করায় সমস্যায় পড়তে হয়েছে পুলিশ ও বনকর্মীদের। এই পরিস্থিতিতে কুলতলি থানা ও বনদপ্তরের পক্ষ থেকে লাগাতার মাইক প্রচার করা হয়। জাল দিয়ে ঘিরে রাখা হয় এলাকাটি। পাতা হয় জোড়া খাঁচা। দেওয়া হয় ছাগলের টোপ। কিন্তু তাও কোনভাবেই খাঁচায় আটকানো যাচ্ছিল না বাঘটিকে।
বন আধিকারিক, ডিএফও সহ কনজারভেটর অব ফরেস্টও টানা কয়েকদিন ঘাঁটি গেড়ে ছিলেন কুলতলির শেখ পাড়া এলাকায়। পূর্ণবয়স্ক রয়েল বেঙ্গল টাইগার কে খাঁচাবন্দি করাই এক প্রকার চ্যালেঞ্জ হয়ে উঠেছিল বনকর্মীদের কাছে। গোটা এলাকায় সিসিটিভি ক্যামেরা সহ ড্রোনের মাধ্যমে খোঁজ চালানো হলেও বাঘ ধরা না পড়ায় এলাকার লোকজন বনকর্মীদের প্রচেষ্টায় ক্ষুব্দ হচ্ছিলেন। তবে মঙ্গলবার সকালে মিলল সাফল্য।পিয়ালি বিট অফিস সংলগ্ন ডোঙ্গাজোড়ার শেখপাড়া এলাকায় বাঘের দর্শন পাওয়া গেলে, বিন্দুমাত্র সময় নষ্ট না করে বনকর্মীরা ঘুমপাড়ানি গুলি চালান। গুলি বাঘের গায়ে লাগতেই কিছুক্ষণের অপেক্ষা। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর খাঁচাবন্দি কুলতলির লোকালয়ে ঢুকে পড়া সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার। দক্ষিণ ২৪ পরগনা ডিএফও মিলন মন্ডল জানান, 'দীর্ঘ প্রচেষ্টার পর বনদপ্তর এর পাতা খাঁচায় ধরা পরল বাঘটি। ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাঘটিকে নিস্তেজ করে খাঁচা বন্দি করা হয়। এরপর বাঘটির চিকিৎসা করে তবেই ছাড়া হবে জঙ্গলে।'বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, ' বাঘটি যে খাঁচাবন্দি করা গিয়েছে তা,বনদপ্তর এর সাফল্য। লোকালয় বাঘ ঢুকলেও বনদপ্তরের তৎপরতায় কেউ হতাহত না হয়ে বাঘটি বন্দি হওয়ায় আতঙ্কের থেকে মুক্তি পেল সুন্দরবন কুলতলীর বিস্তীর্ণ এলাকার মানুষজন।'
advertisement
খাঁচা বন্দি বাঘ দেখতে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন এলাকার মানুষজন। যা সামাল দিতে রীতিমতো পুলিশ মোতায়েন করতে হয় এলাকায়। বাঘ খাঁচাবন্দি হওয়ায় আতঙ্ক থেকে মুক্তির পাশাপাশি আবারো স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন সুন্দরবন কুলতলী শেখ পাড়া এলাকার বাসিন্দারা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas: খাঁচায় বন্দি বাঘ, অবশেষে ঘুমপাড়ানি গুলি চালিয়েই মিলল সাফল্য
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement