Train Accident: ট্রেন দুর্ঘটনায় মৃত কাকদ্বীপের ২জন! হাহাকার সুন্দরবনে
- Published by:Anulekha Kar
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
সময় যত এগিয়ে চলছে ততই তীব্র হচ্ছে এই আতঙ্ক, এখনও অনেক জায়গায় খোঁজ মিলছে না বহু ব্যক্তির।
কাকদ্বীপ: ট্রেন দুর্ঘটনার পর সুন্দরবন এলাকায় বাড়ছে উৎকণ্ঠা ও আতঙ্ক। সময় যত এগিয়ে চলছে ততই তীব্র হচ্ছে এই আতঙ্ক, এখনও অনেক জায়গায় খোঁজ মিলছে না বহু ব্যক্তির। সুন্দরবন পুলিশ জেলার অধীনে ২ ব্যক্তির মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এখনও খোঁজ মেলেনি অনেকের।
পাথরপ্রতিমা, নামখানা, কাকদ্বীপ, কুলপি, সাগর সহ একাধিক এলাকার মানুষজন নিখোঁজ। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নং নস্কর পাড়ার বাসিন্দা মইনুদ্দীন শেখ ও শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্যামনগরের বাসিন্দা হালিম মোল্লার মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
advertisement
advertisement
দক্ষিণ ২৪ পরগনার জেলার বহু বাসিন্দা এখনো নিখোঁজ রয়েছে। খোঁজ মেলেনি গঙ্গাসাগর কোস্টাল থানার অন্তর্গত বেগুয়াখালির ৩ বাসিন্দার। নিখোঁজ বাসিন্দাদের নাম সুব্রত হালদার, স্বপন প্রামাণিক, কার্তিক পাইক।
অন্যদিকে দুর্ঘটনায় মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে জীবিত অবস্থায় বাড়ি ফিরেছে দক্ষিণ ২৪ পরগনার নামখানার দেবনগরে ৬ জন পরিযায়ী শ্রমিক। ঘটনায় কুলপির বেশ কিছু পরিযায়ী শ্রমিক আহত হয়েছেন। দূর্ঘটনার পর খোঁজ নেই পাথরপ্রতিমার বাপি দাসের। এই মুহূর্তে গোটা জেলা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 03, 2023 6:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Train Accident: ট্রেন দুর্ঘটনায় মৃত কাকদ্বীপের ২জন! হাহাকার সুন্দরবনে
