Train Accident: ট্রেন দুর্ঘটনায় মৃত কাকদ্বীপের ২জন! হাহাকার সুন্দরবনে
- Published by:Anulekha Kar
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
সময় যত এগিয়ে চলছে ততই তীব্র হচ্ছে এই আতঙ্ক, এখনও অনেক জায়গায় খোঁজ মিলছে না বহু ব্যক্তির।
কাকদ্বীপ: ট্রেন দুর্ঘটনার পর সুন্দরবন এলাকায় বাড়ছে উৎকণ্ঠা ও আতঙ্ক। সময় যত এগিয়ে চলছে ততই তীব্র হচ্ছে এই আতঙ্ক, এখনও অনেক জায়গায় খোঁজ মিলছে না বহু ব্যক্তির। সুন্দরবন পুলিশ জেলার অধীনে ২ ব্যক্তির মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এখনও খোঁজ মেলেনি অনেকের।
পাথরপ্রতিমা, নামখানা, কাকদ্বীপ, কুলপি, সাগর সহ একাধিক এলাকার মানুষজন নিখোঁজ। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নং নস্কর পাড়ার বাসিন্দা মইনুদ্দীন শেখ ও শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্যামনগরের বাসিন্দা হালিম মোল্লার মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
advertisement
advertisement
দক্ষিণ ২৪ পরগনার জেলার বহু বাসিন্দা এখনো নিখোঁজ রয়েছে। খোঁজ মেলেনি গঙ্গাসাগর কোস্টাল থানার অন্তর্গত বেগুয়াখালির ৩ বাসিন্দার। নিখোঁজ বাসিন্দাদের নাম সুব্রত হালদার, স্বপন প্রামাণিক, কার্তিক পাইক।
অন্যদিকে দুর্ঘটনায় মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে জীবিত অবস্থায় বাড়ি ফিরেছে দক্ষিণ ২৪ পরগনার নামখানার দেবনগরে ৬ জন পরিযায়ী শ্রমিক। ঘটনায় কুলপির বেশ কিছু পরিযায়ী শ্রমিক আহত হয়েছেন। দূর্ঘটনার পর খোঁজ নেই পাথরপ্রতিমার বাপি দাসের। এই মুহূর্তে গোটা জেলা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
June 03, 2023 6:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Train Accident: ট্রেন দুর্ঘটনায় মৃত কাকদ্বীপের ২জন! হাহাকার সুন্দরবনে