Durga Puja 2023: পুজোয় অনুরাগীদের বিশেষ উপহার দিলেন ইমন! কী জানেন, রইল সব তথ্য
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
Last Updated:
Durga Puja 2023: নস্টালজিয়ায় বুঁদ হয়ে থাকা বাঙালির কাছে পুজোর গান মানেই অন্য রকম একটি আনন্দ। ইমন ও স্নিগ্ধজিতের এই গান সেই আনন্দ দ্বিগুণ করবে বলে আশাবাদী সকলে।
শিলিগুড়ি: পুজো মানেই গান। তার সঙ্গে হইহুল্লোড়। আনন্দ-আয়োজন। আর পুজোর বিশেষ গান মানেই মণ্ডপে মণ্ডপে শোনা যাবে সেই সুর। পুজো মানেই নতুন কথায়, নতুন সুরে ক্যাসেট বেরত শিল্পীদের। ক্যাসেটের যুগ শেষ। তার পরে সিডি বেরনো শুরু হওয়ার পর তা-ও হারিয়ে গেল সময়ের গর্ভে। এ বার এই নস্টালজিয়া পুজোর গান নিয়ে হাজির হয়েছেন ইমন চক্রবর্তী ও স্নিগ্ধজিত ভৌমিক। শিলিগুড়ির মা তারা ফিল্মসের আয়োজনে এ বার ‘উমা ফিরছে যে আজ’ পুজোর গান প্রকাশ্যে এল। আয়োজক সংস্থার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পাওয়া যাবে সেই গান। এ ছাড়াও সমস্ত মিউজিক প্ল্যাটফর্মে গানটি শুনতে পাবেন সকলে।
বলাই বাহুল্য, পুজোর আনন্দের সঙ্গে খাপ খাইয়ে গান বানিয়েছেন তাঁরা। মিউজিক ভিডিওয় দেখা যাবে অলিভিয়া সরকার, শুভরঞ্জন মুখোপাধ্যায়-সহ শিলিগুড়ির অনেক শিল্পীদের। গানের সুর বেঁধেছেন অমিত চট্টোপাধ্যায়। আয়োজক সংস্থার কর্নধার সমীর চন্দ্র বলেন, “আমি যেহেতু শিলিগুড়ির ছেলে, সব সময় চেয়েছি শহরের জন্য কিছু করতে। তাই নতুন উপহার আমার এই গান।” তাঁর কথায়, শিলিগুড়ির শিল্পীরা যাতে আরও মেইনস্ট্রিম ছবির দিকে এগিয়ে যেতে পারে, তার কাজ তিনি দীর্ঘদিন ধরেই করে আসছেন। এই গানেও শিলিগুড়ির শিল্পীরাও কাজ করেছে। শহরবাসীকে পুজোর উপহার দিতে তথা নতুন প্রজন্মের শিল্পীদের এগিয়ে নিয়ে যেতে এই উদ্যোগ।
advertisement
advertisement
সংস্থার প্রশিক্ষক তথা শিল্পী সোনালি দেবী বলেন , “পুজোর গানে আমরা আবদ্ধ সকলেই। এ বারের গানেও আমরা আবার সবাই একসঙ্গে আনন্দ করব। আমাদের এই গান আশাকরি সবার পছন্দ হবে। সকলে আমাদের গান শোনার অনুরোধ জানাচ্ছি। শুভরঞ্জন মুখার্জি, “পুজোর গান সব সময় বিশেষ। এই গানের অংশ হতে পেরে সত্যি খুব আনন্দিত আমরা। সকলকে আমাদের গান শোনার অনুরোধ করব।” নস্টালজিয়ায় বুঁদ হয়ে থাকা বাঙালির কাছে পুজোর গান মানেই অন্যরকম একটি আনন্দ। ইমন ও স্নিগ্ধজিতের এই গান সেই আনন্দ দ্বিগুণ করবে বলে আশাবাদী সকলে।
advertisement
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
October 17, 2023 11:28 AM IST