Himalayan Black Bear: বেঙ্গল সাফারি পার্কে নতুন অতিথি! জন্ম হল হিমালয়ের কালো ভালুক শাবকের
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Himalayan Black Bear: আপাতত মা এবং সন্তান দুজনেই সুস্থ রয়েছে। তবে এখনও সদ্যোজাতকে মা নিজের কাছ ছাড়া না করায় তার লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয়নি। বনকর্তাদের প্রাথমিক ধারণা, স্ত্রী শাবকের জন্ম দিয়েছে ।
অনির্বাণ রায়, শিলিগুড়ি: বেঙ্গল সাফারি পার্কে ফের নতুন অতিথির আগমন। এ বার একটি হিমালয়ান ব্ল্যাক বেয়ারের জন্ম হল বেঙ্গল সাফারি পার্কে। পুরুষসঙ্গী ধ্রুবর সঙ্গে গত বছরের জুলাই মাসে মিলনের পরেই অগাস্ট মাসে ফুরবু গর্ভবতী হয়। গত ২৭ মার্চ সন্ধ্যা ৬টা ৩০ মিনিট নাগাদ সাফারি পার্কের শেল্টারে সন্তানের জন্ম দিয়েছে সে। নতুন অতিথিকে নিয়ে ভালুক বাবা-মা যেমন খুশি, তেমনই আনন্দিত সাফারি পার্ক কর্তৃপক্ষ। ফুরবুকে নাইট শেল্টারে নজরদারিতে রাখা হয়েছে। চব্বিশ ঘণ্টা তাদের নজরদারিতে রাখা হয়েছে। যদিও নিজের শাবককে একদমই কোলছাড়া করছে না মা ফুরবু।
গত ১০ বছর এ রাজ্যে হিমালয়ান ব্ল্যাক বিয়ারের ক্যাপটিভ ব্রিডিং হয়নি বলেই দাবি করেছেন সাফারি পার্কের কর্তারা। আপাতত মা এবং সন্তান দু’জনেই সুস্থ রয়েছে। তবে এখনও সদ্যোজাতকে মা ফুরবু নিজের কাছ ছাড়া না করায় তার লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয়নি। বনকর্তাদের প্রাথমিক ধারণা, স্ত্রী শাবকের জন্ম দিয়েছে ফুর্বু । রয়্যাল বেঙ্গল বাঘের পর এই প্রথম সাফারি পার্কে ভালুকের জন্ম হল। ফলে এখন বেঙ্গল সাফারি পার্কে ভালুকের সংখ্যা বেড়ে হল ৬।
advertisement
রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "দারুণ খুশির খবর। প্রজননে একের পর এক সাফল্য আসছে বেঙ্গল সাফারি পার্কে। এর আগে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্ম হয়েছে। দ্বিগুণ হয়েছে হরিণের সংখ্যা। এ বার ভালুকের জন্ম হল। মা ও শিশুর বিশেষ যত্ন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।"
advertisement
বেঙ্গল সাফারি পার্কের সহকারী অধিকর্তা রাহুল মুখোপাধ্যায় বলেন, "২৭ মার্চ ফুরবু ওই শাবকের জন্ম দেয়। দুজনেই সুস্থ রয়েছে। তবে এখনই লিঙ্গ নির্ধারণ করা যায়নি। চিকিৎসকের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।" বেঙ্গল সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, ১৩ বছরের ফুরবুকে সিকিমের পাহাড়ি জঙ্গল থেকে উদ্ধার করে আনা হয়েছিল। পরে তার সঙ্গে বেঙ্গল সাফারিতে ‘সংসার’ শুরু করে ১১ বছরের ধ্রুব। এছাড়া বেঙ্গল সাফারিতে রয়েছে ড্যাডি, জাম্বো ও মোহিনী। আর শাবকটিকে মিলিয়ে সংখ্যা বেড়ে হল ছয়টি।
advertisement
অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই ফুরবুকে যত্নে রেখেছিল পার্ক কর্তৃপক্ষ। ২৭ মার্চ জন্ম দিলেও সেই খবর প্রকাশ্যে আনা হয়নি। জন্মের কিছু দিন পর বিপজ্জনক সময় পার হওয়ার পর সেই খবর প্রকাশ্যে আনে পার্ক কর্তৃপক্ষ। ফুরবুকে খাবারের মধ্যে ভিটামিন, ক্যালসিয়াম দেওয়া হচ্ছে চিকিৎসকদের তরফে। অন্তত তিন মাস পর্যটকদের থেকে দূরে রাখা হবে ওই দু’জনকে।
advertisement
এদিকে, ফুরবু এবং সন্তানের মধ্যে যাতে কোনওরকম সংক্রমণ না ছড়ায় তার জন্যে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যারাই খাবার দিতে যাচ্ছে বা ভিতরে স্বাস্থ্য পরীক্ষায় যাচ্ছে তাদের নিজেকে স্যানিটাইজ করে যেতে হচ্ছে। আপাতত ফুরবুকে জনসমক্ষে আনা হচ্ছে না। সাফারির জন্য ধ্রুব এবং জেনিফারকেই রাখা হবে বলে পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 22, 2023 4:43 PM IST