ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় কেমন? তাঁর ফিটনেস ফান্ডাটাই বা কী? নিউজ 18 বাংলায় জানালেন মমতা
Last Updated:
#কলকাতা: তিনি মুখ্যমন্ত্রী। তিনি তৃণমূলনেত্রী। তিনি দুঁদে রাজনীতিক। কিন্তু, ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় কেমন? তাঁর ফিটনেস ফান্ডাটাই বা কী? নিউজ 18 বাংলার স্টুডিওয় সে সবই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুরু হয়েছিল ছাত্র রাজনীতি দিয়ে। পেরিয়েছেন অনেকটা পথ। মুখোমুখি হতে হয়েছে বহু চ্যালেঞ্জের। মাঝেমাঝেই সেই সব দিনগুলোর কথা মনে পড়ে যায়। নিউজ 18 বাংলার স্টুডিওয় এসে মমতার গলায় পুরনো সেই দিনের কথা, সংগ্রামের দিনের কথা ৷
অনেক আক্রমণ হয়েছে। কিন্তু তাঁকে রোখা যায়নি। ৩৪ বছরের বাম দুর্গ ধসিয়েছেন। ২০১৬-য় তিনি একাই ডবল সেঞচুরি। তারপরও তিনি ছুটে চলেছেন। কখনও জেলা, কখনও দিল্লি, কখনও আবার লগ্নির খোঁজে ভিন দেশে। এই ছোটার নেপথ্যে রয়েছে হাঁটা।
advertisement
advertisement
সারাদিনের হাজার ব্যস্ততার পর রাতে বাড়ি ফিরে সময় কাটান নিজের মতো।
রাতে বাড়ি ফিরে মুড়ি-চকোলেট-টিভি সিরিয়াল...এই মমতা যেন পাশের বাড়ির মেয়ে।
view commentsLocation :
First Published :
April 25, 2018 8:37 AM IST

