সবরীমালা মামলা: মন্দিরে প্রবেশ মহিলাদের সাংবিধানিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট
Last Updated:
সবরীমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সি মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করা হয় সুপ্রিম কোর্টে ৷
#নয়াদিল্লি: প্রার্থনায় মহিলাদেরও সমান অধিকার রয়েছে ৷ এটা সাংবিধানিক অধিকার, এর জন্য কোনও আইন দরকার পড়ে না ৷ সবরীমালা মন্দিরে মহিলা প্রবেশ মামলার শুনানিতে এ কথা জানাল সুপ্রিম কোর্ট ৷
সবরীমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সি মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করা হয় সুপ্রিম কোর্টে ৷ সেই মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালত জানায়, কোনও মন্দিরে প্রবেশ ও প্রার্থনা একজন মহিলার প্রাথমিক অধিকার ৷
মন্দিরকে জাতীয় সম্পদ আখ্যা দিয়ে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, কোনও জাতীয় সম্পদেই কেউ কারও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করতে পারে না ৷
advertisement
advertisement
২০১৭ সালের ১৩ অক্টোবর প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে সুপ্রিম কোর্টের ৩ সদস্যের ডিভিশন বেঞ্চ মামলাটি পাঠায় সাংবিধানিক বেঞ্চে ৷
Location :
First Published :
July 18, 2018 6:12 PM IST