ফ্রেঞ্চ কিস তো শুনেছেন, তবে রাশিয়ার চুমু নাকি বিশ্ব কাঁপাতে পারে !

Last Updated:

হ্যাঁ, ঠিকই পড়েছেন ৷ একটা চুমু বিশ্বকে কাঁপিয়ে দিতে যথেষ্ট ! আর সেই চুমুটিই হল রাশিয়ার একেবারে নিজস্ব ৷

#মস্কো: হ্যাঁ, ঠিকই পড়েছেন ৷ একটা চুমু বিশ্বকে কাঁপিয়ে দিতে যথেষ্ট ! আর সেই চুমুটিই হল রাশিয়ার একেবারে নিজস্ব ৷ যেখানে চুম্বন মানে ফ্রেঞ্চ কিশ, একাই ‘ঠোঁট’ কেড়ে নিয়েছিল সবার ৷ সেখানে রাশিয়া কিন্ত একেবারেই ঠোঁট চেপে থাকার মতো দেশ নয় ৷ তাই তো চুমুতেও ঢুকে পড়লেন তাঁরা ৷ আর এর শুরু সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে ৷
শুধু ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু খাওয়া নয় ৷ শুধুই প্রেমিকার ঠোঁটের রসে ডুব দেওয়া নয় ৷ রাশিয়ার চুমু মানে গোটা একটা স্বপ্ন ! যেখানে রয়েছে বন্ধুত্ব, ভালোবাসা, আশ্বাস ও বিশ্বাসের মেলবন্ধন ৷
রাশিয়ায় জনপ্রিয় মোট তিনধরণের চুম্বন ৷ আর প্রত্যেকটি চুম্বনই বহন করছে আলাদা আলাদা গল্প ৷ এই যেমন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে দুর্দাশা ঘিরে ধরে গোটা রাশিয়াকে ৷ আর এই সময় থেকেই রাজনীতিকরা নতুন রাশিয়া তৈরির স্বপ্ন দেখতে থাকেন ৷ ঠিক এই সময়েই রাজনীতিকদের মধ্যে শুরু হয় নতুন নিয়ম ৷ কোনও বৈঠকে রাজনীতিকদের দেখা হলে প্রথমেই গালে গাল লাগিয়ে চুম্বন খাওয়ার নিয়ম চালু হয় ৷ এর অর্থ, আমরা সঙ্গে আছিস নতুন ভবিষ্যত গড়ার দিকে ৷
advertisement
advertisement
রাশিয়ার জনপ্রিয় বন্ধু চুম্বন ৷ এই চুম্বনে ছেলে-মেয়ে নির্বিশেষে বন্ধুত্বের ডাক দেয় ৷ এই চুম্বন খাওয়া হয় প্রথমে হাতের পাতার ওপরের অংশ ৷ তারপর চুম্বন খাওয়া হয় গালে ৷ এই আলতো চুম্বন ইঙ্গিত দেয়, বন্ধুত্বের ৷
তৃতীয় চুম্বনটি একেবারেই প্রেমিক ও প্রেমিকার ৷ যা শুরু হয়, প্রিয়জনের কপাল থেকে আর শেষ হয় ঠোঁটে ! ফ্রেঞ্চ কিসের মতোই এই চুমুও বেশ জনপ্রিয় পাশ্চত্যে ৷ রাশিয়ায় এখন বিশ্বকাপ জ্বর ৷ আর এই বিশ্বকাপে জ্বরের তাপমাত্রা বাড়িয়ে দিতেই পারে রাশিয়ার এই চুমু !
advertisement
বাংলা খবর/ খবর/বিদেশ/
ফ্রেঞ্চ কিস তো শুনেছেন, তবে রাশিয়ার চুমু নাকি বিশ্ব কাঁপাতে পারে !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement