ফ্রেঞ্চ কিস তো শুনেছেন, তবে রাশিয়ার চুমু নাকি বিশ্ব কাঁপাতে পারে !
Last Updated:
হ্যাঁ, ঠিকই পড়েছেন ৷ একটা চুমু বিশ্বকে কাঁপিয়ে দিতে যথেষ্ট ! আর সেই চুমুটিই হল রাশিয়ার একেবারে নিজস্ব ৷
#মস্কো: হ্যাঁ, ঠিকই পড়েছেন ৷ একটা চুমু বিশ্বকে কাঁপিয়ে দিতে যথেষ্ট ! আর সেই চুমুটিই হল রাশিয়ার একেবারে নিজস্ব ৷ যেখানে চুম্বন মানে ফ্রেঞ্চ কিশ, একাই ‘ঠোঁট’ কেড়ে নিয়েছিল সবার ৷ সেখানে রাশিয়া কিন্ত একেবারেই ঠোঁট চেপে থাকার মতো দেশ নয় ৷ তাই তো চুমুতেও ঢুকে পড়লেন তাঁরা ৷ আর এর শুরু সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে ৷
শুধু ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু খাওয়া নয় ৷ শুধুই প্রেমিকার ঠোঁটের রসে ডুব দেওয়া নয় ৷ রাশিয়ার চুমু মানে গোটা একটা স্বপ্ন ! যেখানে রয়েছে বন্ধুত্ব, ভালোবাসা, আশ্বাস ও বিশ্বাসের মেলবন্ধন ৷
রাশিয়ায় জনপ্রিয় মোট তিনধরণের চুম্বন ৷ আর প্রত্যেকটি চুম্বনই বহন করছে আলাদা আলাদা গল্প ৷ এই যেমন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে দুর্দাশা ঘিরে ধরে গোটা রাশিয়াকে ৷ আর এই সময় থেকেই রাজনীতিকরা নতুন রাশিয়া তৈরির স্বপ্ন দেখতে থাকেন ৷ ঠিক এই সময়েই রাজনীতিকদের মধ্যে শুরু হয় নতুন নিয়ম ৷ কোনও বৈঠকে রাজনীতিকদের দেখা হলে প্রথমেই গালে গাল লাগিয়ে চুম্বন খাওয়ার নিয়ম চালু হয় ৷ এর অর্থ, আমরা সঙ্গে আছিস নতুন ভবিষ্যত গড়ার দিকে ৷
advertisement
advertisement
রাশিয়ার জনপ্রিয় বন্ধু চুম্বন ৷ এই চুম্বনে ছেলে-মেয়ে নির্বিশেষে বন্ধুত্বের ডাক দেয় ৷ এই চুম্বন খাওয়া হয় প্রথমে হাতের পাতার ওপরের অংশ ৷ তারপর চুম্বন খাওয়া হয় গালে ৷ এই আলতো চুম্বন ইঙ্গিত দেয়, বন্ধুত্বের ৷
তৃতীয় চুম্বনটি একেবারেই প্রেমিক ও প্রেমিকার ৷ যা শুরু হয়, প্রিয়জনের কপাল থেকে আর শেষ হয় ঠোঁটে ! ফ্রেঞ্চ কিসের মতোই এই চুমুও বেশ জনপ্রিয় পাশ্চত্যে ৷ রাশিয়ায় এখন বিশ্বকাপ জ্বর ৷ আর এই বিশ্বকাপে জ্বরের তাপমাত্রা বাড়িয়ে দিতেই পারে রাশিয়ার এই চুমু !
advertisement
Location :
First Published :
June 14, 2018 3:24 PM IST