হার্টব্রেক শুধু কথার কথা নয়, সত্যিই আমাদের হৃদয়ভঙ্গ হয়, জানাচ্ছেন গবেষকরা

Last Updated:
#হাউস্টন: হৃদয়ভঙ্গ কথাটা আমরা অনায়াসেই বলে থাকি৷ গবেষকরা কিন্তু জানাচ্ছেন, বিষয়টা মোটেও খুব হেলাফেলার নয়৷ সত্যিই আমাদের হার্টব্রেক বা হৃদয়ভঙ্গ হয়৷ প্রিয়জনের মৃত্যু, কঠিন অসুখ, চাকরি খোয়ানো যেকোনও কারণেই হতে পারে হার্টব্রেক৷ আর তা থেকেই দেখা দিতে পারে গুরুতর সমস্যা৷
ডাক্তারি পরিভাষায় হার্টব্রেক সিন্ড্রোমকে বলা হয় কার্ডিওমায়োপ্যাথি৷ হাউস্টনের এমডি অ্যান্ডারসন ক্যানসার সেন্টারের গবেষকরা জানাচ্ছেন তারা ৬ বছর ধরে ৩০ জন এরকম রোগী পেয়েছেন যারা ক্যানসার বা কার্ডিয়াক সমস্যায় আক্রান্ত হওয়ার আগে হার্টব্রেকের শিকার হয়েছিলেন৷ ৬৩ বছরের এক মহিলা মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হওয়ার ২ বছর আগে হার্টব্রেকের শিকার হয়েছিলেন৷ তিনি জানিয়েছেন, ওই সময় তার পোষ্যের মৃত্যু হয়, তাঁর স্বামী চাকরি থেকে অবসর গ্রহণের মুখে ছিলেন এবং পারিবারিক সম্পত্তিগতও কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন৷ গ্যাস্ট্রিক ও ফুসফুসের সমস্যায় ভোগা দুই মহিলারও হার্টব্রেকের রেকর্ড রয়েছে৷
advertisement
কী হয় হার্ট ব্রেক হলে?
গবেষকরা জানাচ্ছেন, হার্টের মূল চেম্বার অর্থাৎ বাঁ দিকের ভেন্ট্রিকল দুর্বল হয়ে পড়ে৷ যার ফলে বুকে ব্যথা হয়, শ্বাস নিতে অসুবিধা হয়৷ অনেক সময় নকল হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দেয়৷ মাথা ঘোরা, বমি বুকে ব্যথার মতো সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিতে বলছেন গবেষকরা৷ হাউস্টনের মেমোরিয়াল হার্মান হার্ট অ্যান্ড ভাসকুলার ইনস্টিটিউটের কার্ডিওলজিস্ট অভিজিৎ ধোবলে জানান, ২০১২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ৬,২০০টি হার্টব্রেকের রিপোর্ট পাওয়া গিয়েছে৷ অতিরিক্তি স্ট্রেসের কারণেই এমনটা হয়ে থাকে৷ ৯৫ শতাংশ ক্ষেত্রেই ১ থেকে ২ মাসের মধ্যেই এই সমস্যা কাটিয়ে উঠলেও বেশ কিছু ক্ষেত্রে তা পরবর্তীকালে বড় আকার নিতে পারে৷ এমনকী, ৩ শতাংশ ক্ষেত্রে হার্টব্রেকের কারণে মৃত্যু ঘটতে পারে বলেও জানাচ্ছেন গবেষকরা৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
হার্টব্রেক শুধু কথার কথা নয়, সত্যিই আমাদের হৃদয়ভঙ্গ হয়, জানাচ্ছেন গবেষকরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement