এবারের পোস্টারে দেখা মিলল সঞ্জুর মায়ের

Last Updated:

মায়ের ডাক ছিল সঞ্জু৷ ৩ সন্তানের মধ্যে ছেলে ছিল নার্গিসের সব থেকে আদরের৷ তাই তো সঞ্জয়কে তিনি ডাকতেন সঞ্জু বলেই৷ সেই নামেই এখন আমরা সবাই সঞ্জু ডাকছি৷

#মুম্বই: মায়ের ডাক ছিল সঞ্জু৷ ৩ সন্তানের মধ্যে ছেলে ছিল নার্গিসের সব থেকে আদরের৷ তাই তো সঞ্জয়কে তিনি ডাকতেন সঞ্জু বলেই৷ সেই নামেই এখন আমরা সবাই সঞ্জু ডাকছি৷ ছবির নামটাই এমন রেখেছেন পরিচালক হিরানি৷ এবার ছবিতে নার্গিসের পোস্টার সামনে আনলেন পরিচালক রাজকুমার হিরানি৷
প্রথম থেকেই চরিত্রদের লুকে বোল্ড আউট করেছেন রাজকুমার হিরানি৷ সেই তালিকায় থাকবেন মণীষা কৈরালাও৷ নার্গিস হিসেবে দারুণ মানিয়েছে তাঁকেও৷ নার্গিসের পোস্টারের জন্য পরিচালক বেছে নিলেন সাদা কলো রং৷ কারণ ব্ল্যাক এন্ড হোয়াইট সময়টায় বড়পর্দায় নার্গিসই ছিলেন অন্যতম নায়িকা৷ একের পর হিট ছবি ছিল তাঁরই ঝুলিতে৷ রাজ-কাপুররে সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে অনেক চর্চা হয়েছিল ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত সুনীল দত্তকেই বিয়ে করেন নার্গিস৷ মায়ের ঘনঘন শরীর খারাপ যে সঞ্জয়ের মনে চাপ ফেলত, সেটা তো ট্রেলারেই প্রকাশ পেয়েছে৷ এখন কীভাবে আরও গভীর এই মা-ছেলে সম্পর্ক ছবিতে আনছেন পরিচালক, সেটাই দেখার৷
advertisement
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
এবারের পোস্টারে দেখা মিলল সঞ্জুর মায়ের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement