অসমের নাগরিকপঞ্জি নিয়ে কেন্দ্রকে আক্রমণ রাহুলের

Last Updated:

অসমের নাগরিকপঞ্জি নিয়ে বিতর্ক চরমে ৷ ৪০ লক্ষ মানুষ অবৈধভাবে এদেশে বাস করছেন ৷ এই তালিকা প্রকাশের পরই কেন্দ্রকে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

#নয়াদিল্লি: অসমের নাগরিকপঞ্জি নিয়ে বিতর্ক চরমে ৷ ৪০ লক্ষ মানুষ অবৈধভাবে এদেশে বাস করছেন ৷ এই তালিকা প্রকাশের পরই কেন্দ্রকে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার সেই নিয়েই কেন্দ্রকে তুলোধনা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷
রাহুল গান্ধি বলেন,
অসমের নাগরিকরা প্রবল আতঙ্কে রয়েছেন ৷ উদ্দেশ্যেপ্রণোদিতভাবে কাজ করছে বিজেপি সরকার ৷ ইউপিএ আমলে নাগরিকপঞ্জি তৈরির সিদ্ধান্ত ৷ বিজেপি নাগরিকপঞ্জি নিয়ে রাজনীতি করছে ৷ সমস্যা সমাধানে উদ্যোগী হোক রাজ্য সরকার ৷
রাহুল ফেসবুক পোস্ট করেও এই বিষয়টির চরম বিরোধিতা করেন ৷ তিনি বলেন, নাগরিকপঞ্জী তৈরির কথা ১৯৮৫ সালে প্রাক্তন কংগ্রেসী প্রধানমন্ত্রী মনমোহন সিংই উত্থাপন করেছিলেন। তবে বর্তমান বিজেপি সরকার ১২০০ কোটি টাকা নিয়েও যেভাবে এই অভিযান চালিয়েছে তা অকল্পনীয় ৷
advertisement
advertisement
এই তালিকা প্রকাশের পর যারা তালিকা থেকে বাদ পড়েছেন ৷ তাদের মধ্যে অষন্তোষ চরমে ৷ যার জেরে দেশের অভ্যন্তরে যাতে কোনও বিশৃঙ্খল সৃষ্টি না হয় ৷ সেই কারণে আগেভাগেই অসমের কংগ্রেস কর্মীদের সতর্ক করলেন রাহুল গান্ধি ৷
বাংলা খবর/ খবর/দেশ/
অসমের নাগরিকপঞ্জি নিয়ে কেন্দ্রকে আক্রমণ রাহুলের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement