Rafale Deal: 'মা-ছেলে শুধু পয়সা বোঝে, জাতীয় নিরাপত্তা নয়'
Last Updated:
রাফাল অডিও টেপ নিয়ে রাহুলের অভিযোগকে উড়িয়ে সংসদে পাল্টা কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির বক্তব্য, 'অডিও টেপ-টি পুরোপুরি ভুয়ো৷ সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে কথা বলছে কংগ্রেস৷ গোয়ার মুখ্যমন্ত্রীও এই অভিযোগ অস্বীকার করেছেন৷
#নয়াদিল্লি: রাফাল ইস্যুতে বুধবার একটি অডিও টেপ প্রকাশ করেছে কংগ্রেস৷ সেই টেপ-এর কথোপকথন শুনিয়ে রাফাল চুক্তি নিয়ে যাবতীয় নথি গোয়ার মুখ্যমন্ত্রী ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরীকরের ফ্ল্যাটের বেডরুমে রয়েছে বলে দাবি করছে কংগ্রেস৷ আজ, বুধবার লোকসভায় সেই অডিও টেপকেই হাতিয়ার করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির দাবি, ওই অডিও টেপ ভুয়ো৷
Goa Minister Vishwajit P Rane writes to Goa CM Manohar Parrikar in regard with the audio tape released by Congress on Rafale, states, "This is a doctored audio & I have never had any discussion on this subject with anyone. there should be a thorough inquiry in this matter" pic.twitter.com/OVHkYOHtfz
— ANI (@ANI) January 2, 2019
advertisement
advertisement
রাফাল অডিও টেপ নিয়ে রাহুলের অভিযোগকে উড়িয়ে সংসদে পাল্টা কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির বক্তব্য, 'অডিও টেপ-টি পুরোপুরি ভুয়ো৷ সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে কথা বলছে কংগ্রেস৷ গোয়ার মুখ্যমন্ত্রীও এই অভিযোগ অস্বীকার করেছেন৷ গোয়ার স্বাস্থ্যমন্ত্রীও মুখ খুলেছেন৷ তিনিও এই অভিযোগের তদন্ত দাবি করেছেন৷'
কংগ্রেসের বিরুদ্ধেই পাল্টা দুর্নীতির অভিযোগ তুলে জেটলি বলেন, 'অনেকের সত্যতা অস্বীকার করার প্রবণতা থাকে৷ ন্যাশনাল হেরাল্ড দুর্নীতিতে যুক্ত কংগ্রেস৷ বফর্স কেলেঙ্কারিতে জড়িত কংগ্রেস৷ মা-ছেলের নাম জড়িয়েছে দুর্নীতিতে৷ তাঁরাই এখন প্রতিরক্ষা নিয়ে কথা বলছেন৷'
Location :
First Published :
January 02, 2019 4:31 PM IST